ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্র গমের বাজার দরের ওপর কড়া নজর রাখছে

प्रविष्टि तिथि: 13 JUN 2024 4:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জুন, ২০২৪


উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের অধীন খাদ্য ও গণবন্টন দপ্তর গমের বাজার দরের ওপর কড়া নজর রাখছে। এছাড়াও যাতে অসাধু ব্যক্তি মজুত না করতে পারে এবং বাজার দরের স্থিরতা রাখতে প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে। 

দপ্তর জানিয়েছে, ২০২৪-এর রবি মরসুমে গম উৎপাদন হয়েছে ১১.২ কোটি মেট্রিক টন। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই) ২০২৪-এর রবিমরসুমে ১১.০৬.২০২৪ পর্যন্ত প্রায় ২৬৬ এলএমটি গম সংগ্রহ করেছে। গণবন্টন ব্যবস্থা এবং অন্যান্য কল্যাণমূলক কর্মসূচির প্রয়োজন মেটাতে লাগবে ১৮৪ এলএমটি গম। তার পরেও যথেষ্ট পরিমাণ গম থাকবে সরকারের হাতে। বাজারে গমের মূল্য ঠিক রাখতে প্রয়োজনে যা ব্যবহার করা যাবে। 

বছরে প্রতি ত্রৈমাসিকে মূল্যের স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় মজুতের পরিমাণ নির্ধারিত হয়। ২০২৪-এর পয়লা জানুয়ারী মজুত গমের পরিমাণ ছিল ১৬৩.৫৩ এলএমটি, যা নির্ধারিত মূল্যের স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় মজুত ১৩৮ এলএমটি-র বেশি। কোন সময়েই মূল্যের স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় মজুতের থেকে গমের মজুতের পরিমাণ কম হয় না। এছাড়া বর্তমানে গম আমদানির ওপর শুল্ক কাঠামো পরিবর্তনের কোন প্রস্তাব নেই। 
 


PG/AP/AS


(रिलीज़ आईडी: 2025115) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Assamese , Punjabi , Gujarati , Tamil , Kannada , Malayalam