প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন

Posted On: 09 JUN 2024 11:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ জুন, ২০২৪ 

 

শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন। পরপর তিনবার প্রধানমন্ত্রী হলেন তিনি। রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে তাঁকে এবং মন্ত্রিসভায় তাঁর সহকর্মীদের আজ পদ ও মন্ত্রগুপ্তির শপথ পাঠ করান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। 
প্রধানমন্ত্রী এক্স পোস্টে বলেছেন, “আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। ১৪০ কোটি ভারতীয়র সেবায় আমি ব্রতী। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ভারতকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাবে।
আজ যাঁরা শপথ নিলেন, তাঁদের সকলকে অভিনন্দন। তারুণ্য ও অভিজ্ঞতার মেলবন্ধনে গঠিত হয়েছে এই মন্ত্রিসভা। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কোনও প্রচেষ্টাই বাকি রাখবো না আমরা। 
শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বিদেশি অতিথিরা এসেছেন, তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। মানব সভ্যতার উন্নয়নে ভারত অংশীদারদের সঙ্গে সবসময় কাজ করে যাবে”। 

PG/AC/SB


(Release ID: 2023731) Visitor Counter : 138