পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্ব পরিবেশ দিবসে দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে অশ্বত্থ গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী, সূচনা করলেন # এক পেড় মা কে নাম # প্ল্যান্ট ফর মাদার প্রচারাভিযানের

পৃথিবী যেভাবে প্রকৃতির পরিচর্যা করে, তার সঙ্গে মায়েরা আমাদের যেভাবে লালন-পালন করেন তার তুলনা করে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানের প্রতীক হিসেবে একটি করে চারাগাছ রোপণের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এই প্রচারাভিযানে সাহায্য করতে কেন্দ্র ও রাজ্যসরকারি দফতরগুলি চারাগাছ রোপণের স্থান চিহ্নিত করবে
এছাড়া, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে ৮০ কোটি এবং আগামী বছরের মার্চ মাসের মধ্যে ১৪০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে

Posted On: 05 JUN 2024 3:34PM by PIB Kolkata


                                                                নতুন দিল্লি ৫ জুন ২০২৪


বিশ্ব পরিবেশ দিবসে আজ দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে অশ্বত্থ গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী, সূচনা করলেন # এক পেড় মা কে নাম # প্ল্যান্ট ফর মাদার প্রচারাভিযানের।
পৃথিবী যেভাবে প্রকৃতির পরিচর্যা করে, তার সঙ্গে মায়েরা আমাদের যেভাবে লালন-পালন করেন তার তুলনা করে মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানের প্রতীক হিসেবে একটি করে চারাগাছ রোপণের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। এই চারাগুলি এবং প্রকৃতি মাকে রক্ষার শপথ নেওয়ারও ডাক দেন তিনি। 

এই প্রচারাভিযানে সাহায্য করতে কেন্দ্র ও রাজ্যসরকারি দফতরগুলি চারাগাছ রোপণের স্থান চিহ্নিত করবে।
ভূমিক্ষয় রোধ, খরা প্রতিরোধ এবং মরুভূমির প্রসার আটকাতে এবছরের বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনায় গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। # এক পেড় মা কে নাম প্রচারাভিযান ছাড়াও চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে ৮০ কোটি এবং আগামী বছরের মার্চ মাসের মধ্যে ১৪০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে “সম্পূর্ণ সরকার” এবং “সমগ্র সমাজ”-এর দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হবে। ব্যক্তি বিশেষ, গোষ্ঠীভিত্তিক সংস্থা, কেন্দ্রীয় ও রাজ্যসরকারি দফতর, পুরসভা-পঞ্চায়েত সকলেই এই উদ্যোগে যোগ দেবে। 
ভারত সরকারের স্কুল শিক্ষা দফতর এই প্রচারাভিযান নিয়ে সচেতনতা বাড়াতে সাড়ে ৭ লক্ষ স্কুলের ইকো ক্লাবগুলিকে বার্তা দিয়েছে। স্কুলে স্কুলে গ্রীষ্মকালীন শিবিরগুলিতে নতুন শিক্ষানীতির অঙ্গ হিসেবে একে অভিজ্ঞতামূলক শিক্ষার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্ল্যান্ট ফর মাদার অভিযানে মানুষ ও অন্যান্য প্রাণীদের জীবনে গাছ লাগানোর গুরুত্ব, গাছ, মা এবং প্রকৃতি মায়ের মধ্যেকার সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের পরিবেশ সংক্রান্ত তথ্য, সচেতনতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি ও জীবিকা কর্মসূচির আওতায় এই অভিযানকে পূর্ণ সমর্থন দেওয়া হবে। এতে সক্রিয়ভাবে যোগ দেবে বিএসআই, জেডএসআই, আইসিএফআরই, এনএমএনএইচ-এর মতো প্রতিষ্ঠানগুলি। অন্যান্য মন্ত্রক ও দফতরও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুব কল্যাণ মন্ত্রকের মাই ভারত-এর মাধ্যমে যুব সম্প্রদায়ের কাছে এসংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া হবে। বিদেশ মন্ত্রক বিশ্বজুড়ে এই ভাবনাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে অন্যান্য দেশের নাগরিকরাও এই বৃক্ষরোপণ অভিযানে সামিল হন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী এবং দিল্লির উপ রাজ্যপালও উপস্থিত ছিলেন ।

PG/SD/CS


(Release ID: 2022978) Visitor Counter : 64