স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেল নিমহ্যান্স

Posted On: 31 MAY 2024 4:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মে, ২০২৪ 

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন বেঙ্গালুরুর ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (নিমহ্যান্স)-কে নেলসন ম্যান্ডেলা পুরস্কারে ভূষিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। 


স্বাস্থ্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সাল থেকে নেলসন ম্যান্ডেলা পুরস্কার দিয়ে আসছে হু। এই সাফল্যের জন্য নিমহ্যান্সকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবও নিমহ্যান্সকে অভিনন্দন জানিয়েছেন। 

নিমহ্যান্সের অধিকর্তা ডাঃ প্রতিমা মূর্তি বলেন, “নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত গর্বিত। এই পুরস্কার শুধুমাত্র আমাদের বর্তমান ও অতীতের কাজের স্বীকৃতি নয়, সেইসঙ্গে সূচনাকাল থেকে নিমহ্যান্স যে পরম্পরা তৈরি করে এসেছে, এটা তারও স্বীকৃতি।"


মানসিক স্বাস্থ্য ও স্নায়ু বিজ্ঞানের গবেষণা, শিক্ষা এবং রোগীর পরিচর্যার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে নিমহ্যান্স। নিমহ্যান্সের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে এই স্বীকৃতি অন্য এক মাত্রা যোগ করেছে।

 সাম্প্রতিককালে মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে। 

PG/MP/SB



(Release ID: 2022405) Visitor Counter : 32