নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
বিশ্ব হাইড্রোজেন শীর্ষ বৈঠক ২০২৪-এ ভাষণ নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সচিবের, তুলে ধরলেন পুনর্নবীকরণযোগ্য শক্তি ও গ্রিন হাইড্রোজেনে ভারতের সক্ষমতার কথা
Posted On:
16 MAY 2024 2:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মে, ২০২৪
ভারত সরকারের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সচিব শ্রী ভূপিন্দর সিং ভাল্লা ১৫ মে, ২০২৪ তারিখে নেদারল্যান্ডসের রতেরডামে অনুষ্ঠিত বিশ্ব হাইড্রোজেন শীর্ষ বৈঠকে ভাষণ দেন। তাঁর ভাষণে শ্রী ভাল্লা পুনর্নবীকরণযোগ্য শক্তি ও সবুজ হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে ভারতের সক্ষমতা এবং আগামী দিনের ভাবনার কথা তুলে ধরেন।
ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন-এর আওতায় এক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির কর্মসূচির উপর জোর দেন তিনি। তিনি বলেন, “গ্রিন হাইড্রোজেন উৎপাদনে সরকার উদ্ভাবন, পারস্পরিক সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ।"
পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সচিব আন্তর্জাতিক নেতা হিসেবে পুনর্নবীকরণযোগ্য শক্তির সহজলভ্যতা ও কম খরচে এই শক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারতের অবস্থানের কথা ব্যাখ্যা করেন। সুসংহত গ্রিড ব্যবস্থার কথা উল্লেখ করে শ্রী ভাল্লা বলেন, এর ফলে গ্রিডের শুধু স্থায়িত্বই বাড়েনি, সেইসঙ্গে দক্ষতার সর্বোত্তম প্রয়োগ ঘটানো সম্ভব হয়েছে। পাশাপাশি, দূরবর্তী স্থানে হাইড্রোজেন পরিবহণ এবং মজুতের প্রয়োজনীয়তাও কমেছে।
পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সবুজ হাইড্রোজেন প্রকল্পের সফল রূপায়ণের ক্ষেত্রে ভারতে দক্ষ ইঞ্জিনিয়ারদের প্রাচুর্যের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিশ্বমানের কারিগরি, সংগ্রহ ব্যবস্থা এবং নির্মাণ পরিষেবার ওপর ভর করে ভারত দক্ষতার সঙ্গে প্রকল্প রূপায়ণে সক্ষম। বিশ্ব জুড়ে গ্রিন হাইড্রোজেনের চাহিদা বাড়তে থাকায় এক্ষেত্রে ভারতের কৌশলগত ভূমিকার কথা উল্লেখ করেন শ্রী ভাল্লা। তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী ভারত গ্রিন হাইড্রোজেন উৎপাদন করতে সক্ষম। তিনি জানান, বর্তমানে ভারতে বিদ্যুতের ৪৩ শতাংশই অ-জীবাশ্ম জ্বালানি থেকেই উৎপাদিত হয়। ২০৩০ সালের মধ্যে এই উৎপাদনকে ৫০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ভারতে গ্রিন হাইড্রোজেন প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন প্রকল্প হাতে নিয়েছে। এর লক্ষ্য হ’ল, ২০৩০ সালের মধ্যে দেশে গ্রিন হাইড্রোজেনের উৎপাদন বার্ষিক ৫ মিলিয়ন টনে নিয়ে যাওয়া।
PG/PM/SB
(Release ID: 2020853)
Visitor Counter : 62