নির্বাচনকমিশন
চতুর্থ পর্যায়ে ১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি লোকসভা আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ
২৩টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৩৭৯টি লোকসভা আসনে ২০২৪-এর সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন
কয়েক দশকের মধ্যে শ্রীনগরে এই নির্বাচনে সবথেকে বেশি ভোট পড়েছে
অ্যান্ড্রয়েড ভার্সনে ভিটিআর অ্যাপ-এর স্ক্রিনশট নির্বাচনে স্বচ্ছতা বৃদ্ধিতে সাহায্য করেছে
Posted On:
13 MAY 2024 8:38PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মে, ২০২৪
২০২৪-এর সাধারণ নির্বাচনের চতুর্থ পর্যায়ে ১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি লোকসভা আসনে ভোট নেওয়া হয়। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ বন্ধ হয়ে গেলেও বিপুল সংখ্যক ভোটার তখনও ভোট কেন্দ্রে লাইনে ছিলেন। রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট ভোটদানের হার ছিল ৬২.৮৪ শতাংশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৮টি লোকসভা আসনে ভোটদানের হার ছিল ৭৫.৯৪ শতাংশ; অন্ধ্রপ্রদেশে ২৫টি লোকসভা আসনে ভোটদানের হার ছিল ৬৮.১২ শতাংশ; বিহারে ৫টি লোকসভা আসনে ভোটদানের হার ছিল ৫৫.৯০ শতাংশ; জম্মু ও কাশ্মীরে ১টি লোকসভা আসনে ভোটদানের হার ছিল ৩৬.৫৮ শতাংশ; ঝাড়খণ্ডে ৪টি লোকসভা আসনে এই হার ছিল ৬৩.৩৭ শতাংশ; মধ্যপ্রদেশে ৮টি লোকসভা আসনে ভোটদানের হার ছিল ৬৮.৬৩ শতাংশ; মহারাষ্ট্রে ১১টি লোকসভা আসনে ভোটদানের হার ছিল ৫২.৭৫ শতাংশ; ওড়িশার ৪টি লোকসভা আসনে ভোটদানের হার ছিল ৬৩.৮৫ শতাংশ; তেলেঙ্গানার ১৭টি লোকসভা আসনে ভোটদানের হার ছিল ৬১.৩৯ শতাংশ এবং উত্তরপ্রদেশের ১৩টি লোকসভা আসনে ভোটদানের হার ছিল ৫৭.৮৮ শতাংশ।
এই দফায় শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং শ্রী সুখবীর সিং সান্ধু ভোটগ্রহণ পর্বের ওপর প্রতিনিয়ত নজরদারি চালিয়েছেন ও প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন। ভোটারদের ভয় বা ভীতি প্রদর্শন ছাড়াই ভোট দেওয়ার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। চতুর্থ দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ২৩টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৩৭৯টি লোকসভা আসনে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। এই সাধারণ নির্বাচনের সঙ্গে সঙ্গে অরুণাচল প্রদেশ, সিকিম, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার ২৮টি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছে।
কাশ্মীর উপত্যকায় শ্রীনগর লোকসভা আসনে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়। কয়েক দশকের মধ্যে শ্রীনগরে এই নির্বাচনে সবথেকে বেশি ভোট পড়েছে। এর পাশাপাশি ১০টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণের দিন আবহাওয়া অনুকূল থাকায় ভোটাররা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোটদান পর্বে অংশ নিয়েছিলেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যাতে স্ক্রিনশট নিতে পারেন, তার জন্য ভোটার টার্নআউট অ্যাপ (ভিটিআর)-কে উন্নত করা হয়েছে যা নির্বাচনে স্বচ্ছতা বৃদ্ধিতে সাহায্য করেছে। চতুর্থ পর্যায়ের ভোটে ১,৭১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতার আসরে ছিলেন।
আগামী ২০ মে পঞ্চম পর্যায়ের ভোটগ্রহণ হবে ৮টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি লোকসভা আসনে।
PG/SS/DM
(Release ID: 2020606)
Visitor Counter : 149