নির্বাচনকমিশন

পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোটের হার ৭৫.৭৯ শতাংশ, দেশে গড়ে ৬৪.৪ শতাংশ

Posted On: 07 MAY 2024 11:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, মে, ২০২৪

 

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে ভোট দানের হার ৭৫.৭৯ শতাংশ, দেশে গড়ে ৬৪.৪ শতাংশ। নির্বাচন কমিশন থেকে রাত ১১.৪০-এ শেষ এই হিসেব দেওয়া হয়েছে। প্রত্যেক ভোটদান কেন্দ্রের নিরিখে বিধানসভা ভিত্তিক নির্বাচনী আধিকারিকরা ভিটিআর অ্যাপে শেষ প্রাপ্ত সংখ্যা প্রথম দফা এবং দ্বিতীয় দফার মতো তৃতীয় দফার নির্বাচনেও তুলে ধরেছেন।

 

রাজ্য ভিত্তিক রাত সাড়ে ১১টা পর্যন্ত আনুমানিক ভোট দানের হার নিচের সারণীতে দেওয়া হল:

 

ক্রমিক সংখ্যা

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

লোকসভা কেন্দ্রের সংখ্যা

আনুমানিক ভোটদানের হার শতাংশের হিসেবে

১.

আসাম

৮১.৬১

২.

বিহার

৫৮.১৮

৩.

ছত্তিশগড়

৭১.০৬

৪.

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ

৬৯.৮৭

৫.

গোয়া

৭৫.২০

৬.

গুজরাট

২৫

৫৮.৯৮

৭.

কর্ণাটক

১৪

৭০.৪১

৮.

মধ্যপ্রদেশ

৬৬.০৫

৯.

মহারাষ্ট্র

১১

৬১.৪৪

১০.

উত্তরপ্রদেশ

১০

৫৭.৩৪

১১.

পশ্চিমবঙ্গ

৭৫.৭৯

 

ওপরে ১১টি রাজ্যর তালিকা

 

৯৩টি লোকসভা কেন্দ্র

৯৩

৬৪.৪০

 

 

PG/AB/NS



(Release ID: 2019973) Visitor Counter : 424