স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

পদ্ম পুরস্কার ২০২৫-এর মনোনয়ন শুরু

Posted On: 01 MAY 2024 5:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ মে, ২০২৪ 

 

আজ থেকে শুরু হ’ল অনলাইনে পদ্ম পুরস্কার ২০২৫-এর মনোনয়ন/সুপারিশের প্রক্রিয়া। এ বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই মনোনয়ন পেশ করা যাবে। আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে পদ্ম পুরস্কার প্রদান করা হবে। রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল (https://awards.gov.in)-এ অনলাইনে পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন/সুপারিশ করা যাবে।


দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির মধ্যে অন্যতম হ’ল পদ্ম পুরস্কার, যেগুলি পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী নামে পরিচিত। ১৯৫৪ সালে চালু এই পুরস্কার প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে প্রদান করা হয়ে থাকে। শিল্পকর্ম, সাহিত্য, ক্রীড়া, শিক্ষা, মেডিসিন, সমাজ সেবা, বিজ্ঞান ও কারিগরি, শিল্প ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। 

পদ্ম পুরস্কারকে সাধারণ মানুষের পুরস্কারে পরিণত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সেই কারণে এই পুরস্কারের মনোনয়ন/সুপারিশের জন্য দেশের সমস্ত নাগরিকের কাছে অনুরোধ জানানো হচ্ছে।

 পুরস্কারের জন্য নিজেরাও মনোনয়ন পাঠাতে পারেন। 
মনোনয়ন/সুপারিশে বিস্তারিত তথ্য পোর্টালের মাধ্যমে পেশ করতে হবে। সেইসঙ্গে, একটি শংসাপত্রও (সর্বাধিক ৮০০ শব্দ) পেশ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট (https://mha.gov.in) এবং পদ্ম পুরস্কারের পোর্টাল (https://padmaawards.gov.in ) – এ ‘অ্যাওয়ার্ডস্‌ অ্যান্ড মেডেল’ শিরোনামে বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে। নিয়মাবলী পাওয়া যাবে এই লিঙ্কটিতে - https://padmaawards.gov.in/AboutAwards.aspx .

PG/MP /SB


(Release ID: 2019380) Visitor Counter : 173