নির্বাচনকমিশন
আগামীকাল দ্বিতীয় দফার ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ
১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৮টি লোকসভা আসনে ভোটার সংখ্যা ১৬ কোটি, ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১.৬৭ লক্ষ
দ্বিতীয় দফার ভোটের দিন আবহাওয়া স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস
বিহারে ভোটদানের সময় বাড়ানো হল
Posted On:
25 APR 2024 5:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ এপ্রিল, ২০২৪
আগামীকাল দ্বিতীয় দফার ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আবহাওয়া মোটের উপর স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস রয়েছে। গরমে ভোটদাতাদের যাতে অসুবিধে না হয়, সেজন্য সব ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
এই পর্বে ১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৮টি লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। উল্লেখ্য, মধ্যপ্রদেশে বেতুল সংসদীয় আসনে বহুজন সমাজ পার্টির প্রার্থীর মৃত্যু হওয়ায় এই কেন্দ্রে ভোট নেওয়া হবে তৃতীয় পর্বে। দ্বিতীয় দফার পর, আরও ৫টি দফায় লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। ভোট গণনা হবে ৪ জুন। প্রথম পর্বে ১০২টি আসনে ভোট নেওয়া হয়েছে ১৯ এপ্রিল।
নির্বাচন কমিশন নাগরিকদের দায়িত্বপূর্ণভাবে ভোটদানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে।
দ্বিতীয় পর্বের ভোট সংক্রান্ত কিছু তথ্য
১) ২৬ এপ্রিল, ২০২৪ ১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি সংসদীয় আসনে (সাধারণ ৭৩, তপশিলি উপজাতি ৬, তপশিলি জাতি ৯) ভোট। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায়, শেষ হবে সন্ধে ৬টায় (ভোটগ্রহণ শেষ হওয়ার সময়টি বিভিন্ন কেন্দ্রে আলাদা আলাদা হতে পারে)।
২) বিহারের বাঁকা, মাধেপুরা, খাগাড়িয়া এবং মুঙ্গেরে গরমের জন্য ভোটদানের সময়সীমা বাড়িয়ে ৬টা পর্যন্ত করা হয়েছে। বিশদে জানতে দেখুন : https://www.eci.gov.in/eci-backend/public/api/download?url=LMAhAK6sOPBp%2FNFF0iRfXbEB1EVSLT41NNLRjYNJJP1KivrUxbfqkDatmHy12e%2Fzye%2BFD1PRcKxhOuiYZ2Ra38yzz3o0TY4laMGELkYwTaffXNh1flPiunL2kQsXmpWxyKzGsKzKlbBW8rJeM%2FfYFA%3D%3D
৩) দ্বিতীয় পর্বে ভোটদাতার সংখ্যা ১৫.৮৮ কোটি, ১.৬৭ লক্ষ ভোটগ্রহণ কেন্দ্রে কর্মীর সংখ্যা ১৬ লক্ষ।
৪) পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে ৮.০৮ কোটি, মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে ৭.৮ কোটি এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা বেড়েছে ৫,৯২৯।
৫) প্রথমবারের ভোটদাতার সংখ্যা ৩৪.৮ লক্ষ। ভোটদাতাদের ৩.২৮ কোটি ২০-২৯ বয়সসীমার।
৬) প্রার্থীর মোট সংখ্যা ১২০২ (পুরুষ – ১০৯৮, মহিলা – ১০২, তৃতীয় লিঙ্গ - ০২)।
৭) ৮৫+ ভোটারের সংখ্যা ১৪.৮ লক্ষ। ১০০ বছরের উপরে থাকা ভোটারের সংখ্যা ৪২,২২৬। দ্বিতীয় পর্বে ১৪.৭ লক্ষ ভিন্নভাবে সক্ষম ভোটার বাড়ি থেকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
৮) ভোটকর্মী ও নিরাপত্তা রক্ষীদের যাতায়াতের জন্য ৩টি হেলিকপ্টার, ৪টি বিশেষ ট্রেন এবং ৮০ হাজার গাড়ির ব্যবস্থা হয়েছে।
৯) ৫০ শতাংশ ভোটগ্রহণ কেন্দ্রে থাকছে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা। সব ভোটগ্রহণ কেন্দ্রে থাকছেন মাইক্রো অবজারভার।
১০) ভোটগ্রহণের বেশ কয়েকদিন আগেই নিজের নিজের কেন্দ্রে পৌঁছে গেছেন ২৫১ জন পর্যবেক্ষক (৮৯ জন সাধারণ পর্যবেক্ষক, ৫৩ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০৯ জন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক)। কয়েকটি রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।
১১) মোতায়েন থাকছে ৪৫৫৩টি ভ্রাম্যমান নজরদারি দল। এছাড়া থাকছে ৫৭৩১টি নজরদারি দল, ১৪২৬টি ভিডিও নজরদারি দল এবং ৮৪৪টি ভিডিও পরিদর্শক দল।
১২) ১২৩৭টি আন্তঃরাজ্য এবং ২৬৩টি আন্তর্জাতিক সীমান্ত চৌকি থেকে মদ, মাদক, নগদ কিংবা উপহার সামগ্রীর বেআইনী আদানপ্রদানের উপর লক্ষ্য রাখা হচ্ছে। সমুদ্র ও আকাশ পথেও চলছে নজরদারি।
১৩) ভোটদানের হার বাড়াতে হাতে নেওয়া হয়েছে বিশেষ সচেতনতা কর্মসূচি।
১৪) ভোটদাতাদের সুবিধার জন্য জল, ছাউনি, শৌচাগার, ঢালু প্রবেশ ও নির্গমন পথ, হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। গরমে যাতে ভোটদাতাদের অসুবিধা না হয় সেজন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
১৫) ৮৮টি সংসদীয় আসনে ৪১৯৫টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। ৪১০০টি ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তা সহ সব কিছুরই দায়িত্বে রয়েছেন মহিলারা। ভিন্নভাবে সক্ষমদের দ্বারা পরিচালিত ৬৪০টি ভোটগ্রহণ কেন্দ্র।
১৬) বিহার এবং কেরালা ছাড়া সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটদাতার সংখ্যা গড়ে হাজারের কম। বিহারে এই সংখ্যা ১০০৮, কেরালায় ১১০২।
১৭) নিবন্ধিত সব ভোটারের কাছেই পৌঁছে দেওয়া হয়েছে ভোটার ইনফরমেশন স্লিপ – যাতে থাকছে গুরুত্বপূর্ণ নানা জ্ঞাতব্য তথ্য।
১৮) ভোটাররা প্রয়োজনীয় বিষয়গুলি জেনে নিতে পারেন https://electoralsearch.eci.gov.in/ -লিঙ্ক ক্লিক করেও।
১৯) ভোটগ্রহণ কেন্দ্রে ভোটার আইকার্ড ছাড়াও আরও ১২টি পরিচয় পত্র পেশ করা যাবে। যদি কোনো ভোটার, ভোটার তালিকায় নিবন্ধিত হন তাহলে সেই তথ্য পেশ করেও ভোট দেওয়া যাবে। এই বিষয়গুলি সম্পর্কে আরও জানতে যান এই লিঙ্কে https://www.eci.gov.in/eci-backend/public/api/download?url=LMAhAK6sOPBp%2FNFF0iRfXbEB1EVSLT41NNLRjYNJJP1KivrUxbfqkDatmHy12e%2FzBiU51zPFZI5qMtjV1qgjFsi8N4zYcCRaQ2199MM81QYarA39BJWGAJqpL2w0Jta9CSv%2B1yJkuMeCkTzY9fhBvw%3D%3D
PG/ AC/SKD
(Release ID: 2018960)
Visitor Counter : 81
Read this release in:
Tamil
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam