নির্বাচনকমিশন

দ্বিতীয় পর্যায়ের ভোটের আড়াইশোর-ও বেশি পর্যবেক্ষকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং নির্বাচন কমিশনের, নির্বিঘ্ন ও অবাধ ভোটগ্রহণ সুনিশ্চিত করার নির্দেশ

২৬ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোট নেওয়া হবে

ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে সব রকম সুবিধার বন্দোবস্ত করার নির্দেশ, গরমের মোকাবিলায় বিশেষ জোর

Posted On: 18 APR 2024 5:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮  এপ্রিল, ২০২৪

 

দ্বিতীয় পর্যায়ে ১২টি রাজ্যের ৮৮টি লোকসভা আসনে আগামী ২৬ এপ্রিল ভোট নেওয়া হবে। এজন্য ৮৯ জন সাধারণ পর্যবেক্ষক, ৫৩ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০৯ জন ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তাঁরা সকলেই মনোনয়ন পেশের শেষ দিন অর্থাৎ ৩-রা এপ্রিলের আগেই নিজেদের কেন্দ্রে পৌঁছে গেছেন। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার ও শ্রী সুখবীর সিং সান্ধুকে নিয়ে গঠিত কমিশন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের জন্য সব রকম সুযোগ-সুবিধার বন্দোবস্ত যাতে থাকে তা সুনিশ্চিত করতে পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছেন। গরমের মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের যাতে কোনো প্রলোভন না দেখানো হয়, নিরাপত্তা বাহিনীর ব্যবহার যাতে সর্বোত্তমভাবে হয় এবং আইন-শৃঙ্খলা যাতে বজায় থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। 

কেন্দ্রীয় পর্যবেক্ষকদের যে বিষয়গুলি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে তা হল

১) প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি ঠিক মতো করা হয়েছে কি না তা দেখা এবং সংশ্লিষ্ট সব পক্ষ অর্থাৎ প্রার্থী ও রাজনৈতিক দলগুলি যাতে সমান সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করা।

২) নির্বাচনী প্রক্রিয়া চলার সময় প্রত্যেক পর্যবেক্ষককে তাঁর নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

৩) পর্যবেক্ষকরা যেখানে থাকছেন তার ঠিকানা এবং তাঁদের মোবাইল নম্বর, ল্যান্ড লাইন নম্বর, ই-মেল প্রতিটি প্রার্থী ও রাজনৈতিক দলের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে যাতে তাঁরা প্রয়োজন মনে করলে যে কোন সময় পর্যবেক্ষদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

৪) নিরাপত্তা বাহিনীকে সঠিকভাবে মোতায়েন করা হচ্ছে কি না তা দেখা।

৫) কেন্দ্রীয় বাহিনী/রাজ্য পুলিশ ঠিকভাবে মোতায়েন হচ্ছে কি না তা দেখা এবং এই মোতায়েনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল/প্রার্থী যাতে সুবিধা না পায় তা নিশ্চিত করা।

৬) ইভিএম/ভিভি প্যাট এবং ভোট কর্মীদের সরেজমিনে খতিয়ে দেখা।

৭) ৮৫ বছরের বেশি বয়সী ভোটার এবং অন্যভাবে সক্ষমদের বাড়ি গিয়ে ভোট নেওয়ার তদারকি করা। যাঁরা নির্বাচনী কাজে বা অত্যাবশ্যক কাজে নিয়োজিত, তাঁদের পোস্টাল ব্যালট ঠিক ভাবে রাখা হয়েছে কি না তা খতিয়ে দেখা।

৮) ভোটার তালিকা যাতে প্রার্থী ও রাজনৈতিক দলগুলির কাছে পৌঁছায় তা সুনিশ্চিত করা।

৯) জেলা প্রশাসন স্পর্শকাতর এলাকাগুলি ঠিকভাবে চিহ্নিত করেছে কি না এবং সেই মতো পরিবহন ও যোগাযোগ পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে কি না তা খতিয়ে দেখা।

১০) মাইক্রো পর্যবেক্ষকদের মোতায়েন।

১১) ভোট শুরুর আগে সব প্রার্থী/তাদের প্রতিনিধির সামনে ইভিএম/ভিভি প্যাট চালু করা।

১২) ইভিএমগুলি যেখানে রাখা হবে, সেই স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা এবং সেখানে সব প্রার্থীর অনুমোদিত প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা।

১৩) অভিযোগ নিষ্পত্তির সব ব্যবস্থা যথাযথ রয়েছে কি না তা দেখা।

১৪) জেলাগুলিতে উপযুক্ত আধিকারিকের অধীনে সংযুক্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে কি না তা দেখা।

১৫) ভোট যেদিন নেওয়া হবে তার আগে ভোটার ইনফরমেশন স্লিপের পূর্ণ বিতরণ নিশ্চিত করা।

১৬) নির্বাচন কর্মীরা সি-ভিজিল, ভোটার হেল্পলাইন অ্যাপ, সক্ষম অ্যাপ, এনকোর, সুবিধা অ্যাপের মতো নির্বাচন সংক্রান্ত সব অ্যাপ ব্যবহার করতে পারছেন কি না এবং তাঁদের যথাযথ প্রশিক্ষণ রয়েছে কি না তা খতিয়ে দেখা।

১৭) ভোটকর্মী, গণনাকর্মী, মাইক্রো পর্যবেক্ষক-সবার প্রশিক্ষণ ঠিক মতো হয়েছে কি না তা দেখা।

১৮) প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখে সেখানে যাবতীয় সুযোগ-সুবিধা আছে কি না তার মূল্যায়ণ করা।

১৯) সব ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের সুবিধার জন্য সহায়ক কেন্দ্র, ভিন্নভাবে সক্ষমদের জন্য বিশেষ সুবিধা, মহিলা, প্রবীণ ব্যক্তি এবং কুষ্ঠ রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে কি না তা খতিয়ে দেখা।

২০) ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পানীয় জলের ব্যবস্থা, ভোটারদের অপেক্ষা করার জায়গায় আচ্ছাদন, তাঁদের বসার বন্দোবস্ত করা হয়েছে কি না খতিয়ে দেখা।

২১) ফ্লাইং স্কোয়াড, পরিসংখ্যানগত নজরদারি দল, ভিডিও ভিউয়িং টিম ঠিক ভাবে কাজ করছে কি না এবং সীমান্ত চৌকি ও নাকাগুলি নগদ অর্থ, মদ, উপহার, মাদক প্রভৃতির চালান বন্ধ করতে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে কি না তা খতিয়ে দেখা।

২২) রাজনৈতিক বিজ্ঞাপন এবং পেড নিউজের ওপর বিশেষ নজরদারি।

২৩) ভুয়ো খবর ছড়ানো বন্ধ করা এবং সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে ব্যবস্থা নেওয়া। 

    


PG/SD/NS



(Release ID: 2018609) Visitor Counter : 38