প্রধানমন্ত্রীরদপ্তর
২৫৫০তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের আগামীকাল সূচনা করবেন প্রধানমন্ত্রী
এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও স্মারক মুদ্রাও প্রকাশ করবেন তিনি
Posted On:
20 APR 2024 7:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ এপ্রিল, ২০২৪
নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ ২১ এপ্রিল সকাল ১০টায় ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের সূচনা করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মহাবীর জয়ন্তী উপলক্ষে এটি হল ২৫৫০তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসব। এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও স্মারক মুদ্রা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। এক সমাবেশে ভাষণও দেবেন তিনি।
২৪তম তীর্থঙ্কর রূপে ভগবান মহাবীর শান্তিপূর্ণ সহাবস্থান এবং সার্বজনীন ভ্রাতৃত্বের পথকে আলোকিত করেছিলেন। অহিংসা, সত্য, সততা, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ – জৈন ধর্মের এই নীতিগুলিকে তিনি সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন।
এই উপলক্ষে ভারত মণ্ডপম-এ একটি সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। সেখানে জৈন ধর্মাবলম্বী সাধু-সন্তরা উপস্থিত থাকবেন।
PG/SKD/DM
(Release ID: 2018399)
Visitor Counter : 78
Read this release in:
Assamese
,
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam