রাষ্ট্রপতিরসচিবালয়
মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন রাষ্ট্রপতির
Posted On:
20 APR 2024 7:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ এপ্রিল, ২০২৪
মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন :
“পুণ্য মহাবীর জয়ন্তী উপলক্ষে আমি দেশের সকল সহ-নাগরিকদের, বিশেষত জৈন ধর্মাবলম্বীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ভগবান মহাবীরের আবির্ভাবের দিনটি আমরা মহাবীর জয়ন্তী রূপে পালন করি। তিনি ছিলেন অহিংসা ও দয়ার এক প্রতিমূর্তি। উৎসব পালনের এই আবহটি আমাদের মধ্যে শান্তি ও ভালবাসার বার্তা বহন করে আনে। ভগবান মহাবীর সত্য, ত্যাগ এবং অহিংসার পথনির্দেশ করেছিলেন। কারণ, তাঁর লক্ষ্য ছিল এক আদর্শ তথা সভ্য সমাজ গঠন করা। মানবজাতির কল্যাণে তাঁর শিক্ষাদর্শ সর্বদাই প্রাসঙ্গিক।
এই উপলক্ষে আসুন আমরা সকলে সমাজে প্রেম ও সম্প্রীতি রক্ষার সঙ্কল্প গ্রহণ করি। একইসঙ্গে সঙ্কল্পবদ্ধ হই জাতির বিকাশে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে।”
রাষ্ট্রপতির বার্তাটি দেখার জন্য এই লিঙ্কটিতে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/apr/doc2024420332801.pdf
PG/SKD/DM
(Release ID: 2018398)
Visitor Counter : 53