প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর রাষ্ট্রীয় ভুটান সফরকালে সম্পাদিত মউ ও চুক্তিগুলির একটি তালিকা

Posted On: 22 MAR 2024 3:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২৪

                              মউ / চুক্তি / কর্মপরিকল্পনা

ক্রমিক সংখ্যা

মউ / চুক্তির নাম

বিবরণ

ভুটানের পক্ষে স্বাক্ষরকারী

ভারতের পক্ষে  স্বাক্ষরকারী

পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট (পিওএল) এবং সংশ্লিষ্ট অন্যান্য উৎপাদন ভারত থেকে ভুটানে সরবরাহ সম্পর্কিত একটি মউ

এই মউটিতে পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট সম্পর্কিত বিভিন্ন উৎপাদনের একটি তালিকা সন্নিবেশিত রয়েছে। দু’দেশের সহমতের ভিত্তিতে প্রস্তুত এন্ট্রি / এক্সিট পয়েন্টের মাধ্যমে ভারত সরকার এগুলি ভুটানে যোগান দেওয়ার উপযোগী ব্যবস্থা গ্রহণ করবে।

মিসেস তাশি ওয়াংমো, ভুটান সরকারের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব

শ্রী সুধাকর দলেলা, ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত

ভুটান ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (বিএফডিএ)-র নিয়ন্ত্রণাধিকারের বিষয়টিকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)-এর স্বীকৃতিদান সম্পর্কিত একটি চুক্তি।

এই চুক্তির আওতায় ভারত ও ভুটানের মধ্যে বাণিজ্য প্রচেষ্টার উপযোগী সুযোগ-সুবিধার প্রসার ঘটানো হবে। বাণিজ্যিক কাজকর্মকে আরও সহজ করে তোলা এবং এ সম্পর্কিত নিয়ম-নীতি অনুসরণ করার জন্য ব্যয়ের মাত্রা হ্রাসের মাধ্যমে এই ক্ষেত্রটিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএফডিএ-এর ইস্যু করা রপ্তানি সম্পর্কিত শংসাপত্রকে এফএসএসএআই-এর কাছে গ্রহণীয় করে তুলতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঃ পেম্বা ওয়াংচুক, ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সচিব

শ্রী সুধাকর দলেলা, ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত

ব্যয়সাশ্রয়ী জ্বালানি এবং জ্বালানি সংরক্ষণ সম্পর্কিত বিষয়ে সহযোগিতার লক্ষ্যে স্বাক্ষরিত মউ

এই মউ সম্পাদনের লক্ষ্য হল গৃহস্থ পরিবারগুলির ক্ষেত্রে ব্যয়সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে ভারতের পক্ষ থেকে ভুটানকে সহায়তাদান। এই বিশেষ ক্ষেত্রটিতে ভারতের অভিজ্ঞতাকে বিশেষভাবে কাজে লাগানো হবে।

মিঃ কর্মা শেরিং, ভুটান সরকারের অর্থনৈতিক ও প্রাকৃতিক সহায়সম্পদ দপ্তরের সচিব

শ্রী সুধাকর দলেলা, ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত

ক্রীড়া ও যুব বিষয়ক সম্পর্কিত ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত মউ

এই মউ-এর আওতায় ভারত ও ভুটানের জনসাধারণের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে সার্বিকভাবে প্রচেষ্টা চালানো হবে। এজন্য দু’দেশের পক্ষ থেকেই ক্রীড়া কর্মসূচির উদ্যোগ-আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়টিকে উৎসাহদান করা হবে।

মিসেস পেমা ছোড়েন, ভুটান সরকারের বৈদেশিক বাণিজ্য ও বিদেশ মন্ত্রকের সচিব

শ্রী সুধাকর দলেলা, ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত

ওষুধ উৎপাদন ও তার গুণমান পরীক্ষা সম্পর্কিত মউ

এর আওতায় ওষুধের গুণমান পরীক্ষা করতে বিশেষ নজরদারিরও সংস্থান রাখা হবে। দু’দেশের সংশ্লিষ্ট আইন ও নিয়মনীতি অনুসারে ওষুধ উৎপাদন সম্পর্কিত বিভিন্ন নিয়মনীতি সম্পর্কিত তথ্য বিনিময়ের মাধ্যমে ভারত ও ভুটানের মধ্যে সহযোগিতা প্রসারের কথা বলা হয়েছে মউ সম্পাদনের লক্ষ্য হিসেবে। জেনেরিক ওষুধ যাতে সুলভ মূল্যে বাজারজাত করা যায়, সেজন্য ভুটানের বিশেষ সংস্থার ছাড়পত্রকে ভারতের পক্ষ থেকে স্বীকৃতিদানের সংস্থান থাকবে এই মউটির আওতায়।

মিঃ পেম্বা ওয়াংচুক, ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সচিব

শ্রী সুধাকর দলেলা, ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত

মহাকাশ ক্ষেত্রে সহযোগিতার প্রশ্নে যৌথ কর্মপরিকল্পনা

সফর বিনিময় কর্মসূচি, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে দুটি দেশের মধ্যে মহাকাশ সহযোগিতাকে আরও বাড়িয়ে তুলতে এই যৌথ কর্মপরিকল্পনার আওতায় একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রস্তুত করার কথা বলা হয়েছে।

মিঃ জিগমে তেনজিং, ভুটান সরকারের প্রযুক্তি সংস্থার সচিব

শ্রী সুধাকর দলেলা, ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত

ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক অফ ইন্ডিয়া (এনকেএন) এবং ড্রুক রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক অফ ভুটান (ড্রুকআরইএন)-এর মধ্যে মউ-এর পুনর্নবীকরণ সম্পর্কিত এক বিশেষ ব্যবস্থা

এনকেএন এবং ড্রুকআরইএন-এর মধ্যে মউ বা চুক্তি পুনর্নবীকরণের লক্ষ্যে এক বিশেষ পন্থাপদ্ধতি অনুসরণ করা হবে এর আওতায়। এছাড়া, ভারত ও ভুটান – এই দুটি দেশের মধ্যে ডিজিটাল সংযোগ ও যোগাযোগের মাত্রাকেও আরও উন্নীত করা হবে। ভুটানের সমীক্ষা ও গবেষণা সংস্থাগুলি বিশেষভাবে উপকৃত হবে এই মউটির আওতায়।

মিঃ জিগমে তেনজিং, ভুটান সরকারের প্রযুক্তি সংস্থার সচিব

শ্রী সুধাকর দলেলা, ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এছাড়াও, ভারত ভুটানের মধ্যে রেল সংযোগ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে সম্পাদিত মউ-এর আওতায়। কোকরাঝাড়-গেলেফু এবং ব্যানারহাট-সামসে-র মধ্যে রেল সংযোগ গড়ে তোলা ছাড়াও দুটি দেশের মধ্যে অন্যান্য রুটেও রেল সংযোগের প্রসার ঘটানোর ওপর বিশেষভাবে দৃষ্টি দেওয়া হবে।

PG/SKD/DM

 

 

 



(Release ID: 2016294) Visitor Counter : 27