প্রধানমন্ত্রীরদপ্তর
লক্ষ্ণৌতে উত্তরপ্রদেশ আন্তর্জাতিক লগ্নিকারী শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
Posted On:
19 FEB 2024 5:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, আমার মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ, ভারত ও বিদেশ থেকে আগত শিল্প মহলের প্রতিনিধিবৃন্দ এবং আমার পরিবারের সদস্যরা!
আজ আমরা উন্নত ভারতের লক্ষ্যে উন্নত উত্তরপ্রদেশ গড়ার অঙ্গীকার নিয়ে একত্রিত হয়েছি। ৭-৮ বছর আগে উত্তর প্রদেশে এখনকার মতো বিনিয়োগ পরিবেশ এবং কর্মসংস্থানের সুযোগ কারোর ভাবনায় ছিল না। অপরাধ, দাঙ্গা এবং চুরির ঘটনা প্রায়শই ঘটত। তখন কেউ উত্তরপ্রদেশের উন্নয়নের কথা বললে, তা মাত্র সামান্য কয়েকজনই শুনতেন। আজ উত্তরপ্রদেশে লক্ষ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। উত্তরপ্রদেশের একজন সাংসদ হিসেবে আমি এই উন্নয়নে প্রভূত আনন্দ পাচ্ছি।
বন্ধুগণ,
৭ বছর আগে উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসেছে। আমলাতন্ত্রের লালফিতের সংস্কৃতিকে দূরে সরিয়ে এখন সহজে ব্যবসা করার পথ তৈরি হয়েছে। অপরাধের হার কমেছে। ব্যবসার সুযোগ বেড়েছে। উত্তর প্রদেশ ব্যবসা, উন্নয়ন ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। মহাসড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে উত্তরপ্রদেশ দেশকে পথ দেখাচ্ছে। গোটা বিশ্বে ভারতের উন্নয়ন নিয়ে এক নজিরবিহীন ইতিবাচক দৃষ্টিভঙ্গী তৈরি হয়েছে। ভারতের অগ্রগতি নিয়ে প্রত্যেক দেশ দৃঢ় বিশ্বাসী হয়ে উঠেছে।
ভাই ও বোনেরা,
দরিদ্রদের জন্য আমরা ৪ কোটি বাড়ি নির্মাণ করেছি এবং শহরাঞ্চলের মধ্যবিত্ত মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে প্রায় ৬০ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য প্রদান করেছি। এই উদ্যোগের মাধ্যমে শহরাঞ্চলের ২৫ লক্ষ মধ্যবিত্ত পরিবার এবং উত্তর প্রদেশের ১.৫ লক্ষ পরিবার উপকৃত হয়েছে। পিএম স্বনিধি যোজনায় এ পর্যন্ত পথ বিক্রেতাদের ১০ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এই প্রকল্পে উত্তরপ্রদেশের ২২ লক্ষ পথ বিক্রেতা উপকৃত হয়েছেন। পথ বিক্রেতাদের বার্ষিক অতিরিক্ত ২৩ হাজার টাকার আয়ের সংস্থান হয়েছে। এর ফলে, তাঁদের ক্রয় ক্ষমতা বেড়েছে। দেশ জুড়ে আমরা ১০ কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলেছি। এর মধ্যে ১ কোটি মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর উত্তর প্রদেশে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির নজিরবিহীন বিকাশ ঘটেছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পে কারিগরদের আধুনিক সরঞ্জাম কেনার সহায়তা প্রদানের লক্ষ্যে ১৩ হাজার কোটি টাকার পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু করা হয়েছে।
বন্ধুগণ,
পর্যটনে উত্তরপ্রদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রতিটি ভারতবাসী বারাণসী ও অযোধ্যা ভ্রমণ করতে চান। প্রতিদিন অযোধ্যা ও বারাণসীতে অসংখ্য দর্শনার্থী ভিড় করেন। তীর্থযাত্রী এবং পর্যটকদের কাছে আমার আবেদন যে, তাঁরা যেন তাঁদের ভ্রমণের খরচের ১০ শতাংশ অর্থ স্থানীয় পণ্য কেনার জন্য খরচ করেন। ২০২৫ সালের কুম্ভমেলা রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। অদূর ভবিষ্যতে পর্যটন ও পরিষেবা ক্ষেত্র বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দেবে।
বন্ধুগণ,
আমাদের লক্ষ্য হ’ল, দেশের প্রতিটি বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা। এই লক্ষ্যে আমরা পিএম সূর্যঘর – শুল্ক মুক্ত বিদ্যুৎ প্রকল্প চালু করেছি। এই প্রকল্পে ৩০০ ইউনিট পর্যন্ত বিনা খরচে বিদ্যুৎ পাওয়া যাবে। অতিরিক্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা যাবে। প্রাথমিকভাবে ১ কোটি পরিবারকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে দেওয়া হবে। এই প্রকল্পে বিদ্যুৎ বিক্রির মাধ্যমে বছরে ১৮ হাজার টাকা পর্যন্ত আয়ের সংস্থান থাকছে। সৌরবিদ্যুৎ ছাড়াও আমরা বৈদ্যুতিক যানের উপরও বিশেষ গুরুত্ব দিচ্ছি। গত এক দশকে ৩৪.৫ লক্ষ বৈদ্যুতিক যান বিক্রি হয়েছে।
বন্ধুগণ,
দেশকে নতুন দিশা দেখাতে আমরা কৃষকদের বিশেষ সহায়তা এবং উৎসাহদান করছি। উত্তরপ্রদেশে গঙ্গার তীরে ব্যাপকভাবে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করা হচ্ছে। এতে কম খরচে বিপুল উৎপাদনের মাধ্যমে কৃষকরা লাভবান হচ্ছেন। সেই সঙ্গে, গঙ্গার দূষণও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।
বন্ধুগণ,
আজ উত্তর প্রদেশের ৪০০টি জায়গায় লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছেন। আমি তাঁদের আশ্বস্ত করে বলতে চাই যে, উত্তরপ্রদেশ এত দ্রুতগতিতে তার অঙ্গীকার পূরণ করেছে, যা কখনও কেউ ভাবতেও পারেননি। আসুন, আমরা সকলে মিলে একত্রে এগিয়ে চলি। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
(প্রধানমন্ত্রী মূল ভাষণটি দিয়েছেন হিন্দিতে)
PG/MP/SB…
(Release ID: 2015622)
Visitor Counter : 72
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam