রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

প্রেস বিজ্ঞপ্তি

Posted On: 19 MAR 2024 10:53AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৪ 

 

তেলেঙ্গনার রাজ্যপাল এবং পুদুচেরীর উপ-রাজ্যপাল ডঃ তামিলিসাই সুন্দররাজনের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। 

সেই সঙ্গে, ঝাড়খন্ডের রাজ্যপাল শ্রী সি পি রাধাকৃষ্ণানের হাতে তেলেঙ্গনার রাজ্যপাল এবং পুদুচেরীর উপ-রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্বভার অর্পণ করেছেন। তিনি যেদিন দায়িত্বভার নেবেন, সেদিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

PG/MP/SB


(Release ID: 2015537) Visitor Counter : 60