প্রধানমন্ত্রীরদপ্তর

তেলঙ্গানার সাঙ্গারেড্ডিতে ৬,৮০০ কোটি টাকারও বেশি নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর

Posted On: 05 MAR 2024 11:49AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ মার্চ, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেলঙ্গানা সাঙ্গারেড্ডিতে আজ ৬,৮০০ কোটি টাকারও বেশি নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। সড়ক, রেল, পেট্রোলিয়াম, বিমান চলাচল এবং প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে এই প্রকল্পগুলি যুক্ত। 

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার তেলঙ্গানা উন্নয়নে নিরলস কাজ করে চলেছে। শ্রী মোদী বলেন, গতকাল আদিলাবাদে জ্বালানি ক্ষেত্র, জলবায়ু ও পরিকাঠামো সংক্রান্ত ৫৬ হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন তিনি। আজকের অনুষ্ঠানে মহাসড়ক, রেল, বিমান পরিবহণ এবং পেট্রোলিয়াম সংক্রান্ত ক্ষেত্রের মতো প্রায় ৭ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন তাঁর বিশ্বাস, রাজ্যের বিকাশের মধ্য দিয়েই রাষ্ট্রের বিকাশ সম্ভব। তেলঙ্গানা উন্নয়নকল্পে কেন্দ্রীয় সরকার অনুরূপ মনোভাবাপন্ন হয়েই কাজ করছে।

প্রধানমন্ত্রী হায়দরাবাদে বেগমপেট বিমানবন্দরে অসামরিক বিমান পরিবহণ গবেষণা সংস্থা (সিএআরও)-র উদ্বোধন প্রসঙ্গে বলেন, তেলঙ্গানা অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে এটি একটি বড় উপহার। এই জাতীয় কেন্দ্র এই প্রথম এবং তা তেলঙ্গানা একটি স্বতন্ত্র পরিচিতি এনে দেবে। অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রের স্টার্ট-আপগুলির জন্য গবেষণা ও উন্নয়নের এটি একটি মঞ্চ বলে তিনি জানান। 

‘বিকশিত ভারত’-এর সঙ্কল্পপথে আধুনিক পরিকাঠামোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ বছরের বাজেটে এই খাতে ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তেলঙ্গানা সবথেকে বেশি সুবিধা দেওয়াই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। জাতীয় মহাসড়ক ১৬১-র কাঁদি-রামসানপল্লে বিভাগ এবং জাতীয় মহাসড়ক ১৬৭-র মির্যালাগুড়া-কোড়াড় বিভাগ অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা মধ্যে যান চলাচলের সুযোগকে সম্প্রসারিত করবে।

প্রধানমন্ত্রী বলেন, তেলঙ্গানা দক্ষিণ ভারতের প্রবেশদ্বার। ফলে, রেল সংযোগ ব্যবস্থা এবং পরিষেবার বৈদ্যুতিকরণ এবং রেলের ডবল লাইন পাতার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আজ সনথনগর-মৌলা আলি রুটের বৈদ্যুতিকরণ ও ডবল লাইন পাতা এবং ছয়টি নতুন স্টেশন বিল্ডিং-এর উল্লেখ করেন তিনি। ঘটকেসর থেকে মৌলা আলি-সনৎনগর হয়ে লিঙ্গমপল্লী পর্যন্ত এমএমটিএস ট্রেন পরিষেবার আজ উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদের অনেকগুলি জায়গা যুক্ত হওয়ায় যাত্রীরা উপকৃত হবেন।

শ্রী মোদী ইন্ডিয়ান অয়েলের পারাদীপ-হায়দরাবাদ পেট্রোপণ্য পাইপলাইনের আজ উদ্বোধন করেন। এই পাইপলাইনের ফলে সস্তা এবং পরিবেশ-বান্ধব সুস্থায়ী উপায়ে পেট্রোপণ্যের সরবরাহ সম্ভব হবে। শ্রী মোদী বলেন, ‘বিকশিত তেলঙ্গানা মধ্য দিয়ে ‘বিকশিত ভারত’-এর পথ প্রশস্ত হবে।

তেলঙ্গানার রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দররাজন এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
PG/AB/DM/



(Release ID: 2011777) Visitor Counter : 49