প্রধানমন্ত্রীর দপ্তর

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে ৬,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী

"আমি রাজ্যগুলির বিকাশের মাধ্যমে রাষ্ট্র বিকাশের মন্ত্রে বিশ্বাস করি"

Posted On: 05 MAR 2024 8:27PM by PIB Agartala

নয়াদিল্লি মার্চ২০২৪৷৷ তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে আজ ৬ হাজার ৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলির মধ্যে সড়ক, রেল, পেট্রোলিয়াম,  বিমান  পরিবহণ এবং প্রাকৃতিক গ্যাসের মতো প্রধান ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানার উন্নয়নে সহায়তা করার জন্য নিরন্তর কাজ করে চলেছে,  কারণ আজ তাঁর এই রাজ্য সফরের দ্বিতীয় দিন। গতকাল আদিলাবাদ থেকে বিদ্যুৎ, জলবায়ু ও পরিকাঠামো ক্ষেত্রে প্রায় ৫৬,০০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ করার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,  আজকের এই অনুষ্ঠানে প্রায় ৭,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হচ্ছে এবং শিলান্যাস করা হচ্ছে,  যারমধ্যে রেলপথ, এয়ারওয়েজ এবং পেট্রোলিয়াম ও মহাসড়ক রয়েছে। সরকারের কর্মপদ্ধতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "আমি রাজ্যগুলির বিকাশের মাধ্যমে রাষ্ট্র বিকাশের মন্ত্রে বিশ্বাস করি"। তিনি জোর দিয়ে বলেন যে, কেন্দ্রীয় সরকার একই চেতনা নিয়ে তেলেঙ্গানার সেবা করার জন্য কাজ করছে এবং আজকের উন্নয়নমূলক কাজের জন্য নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন তিনি৷

প্রধানমন্ত্রী বেগমপেট বিমানবন্দরে হায়দরাবাদে অসামরিক বিমান পরিবহণ গবেষণা সংগঠন (সিএআরও) কেন্দ্রের উদ্বোধনকে তেলেঙ্গানার বিমান পরিবহণ ক্ষেত্রে একটি বড় উপহার বলে অভিহিত করেন। এই কেন্দ্রটি এই ধরণের প্রথম এবং ক্ষেত্রটিতে তেলেঙ্গানাকে নতুন স্বীকৃতি দেবে। এর ফলে দেশের বিমান পরিবহণ স্টার্ট সংস্থাগুলির কাছে গবেষণা ও উন্নয়নের একটি মঞ্চ গড়ে উঠবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

বিকশিত ভারত প্রস্তাবে আধুনিক পরিকাঠামোর কেন্দ্রীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী এই বছরের বাজেটে ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন। তেলেঙ্গানাকে এর সর্বাধিক সুবিধা প্রদানের প্রয়াসে প্রধানমন্ত্রী বলেন, ১৬১ নম্বর জাতীয় মহাসড়কের কান্দি থেকে রামসানপল্লী সেকশন এবং ১৬৭ নম্বর জাতীয় মহাসড়কের মিরিয়ালাগুদা থেকে কোদাদ সেকশনটি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে পরিবহণ ব্যবস্থার মানোন্নয়ন ঘটাবে।

প্রধানমন্ত্রী বলেন, "তেলেঙ্গানা দক্ষিণ ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত", এবং দ্রুত গতিতে বৈদ্যুতিকীকরণ ও রেল লাইন ডবল করার মাধ্যমে রাজ্যে রেল যোগাযোগ ও পরিষেবা উন্নত করার জন্য সরকারের প্রয়াসগুলির কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী শ্রী মোদী ৬টি নতুন স্টেশন ভবনের সঙ্গে সানাথনগর-মৌলা আলি রুটের ডবল লাইন ও বৈদ্যুতিকীকরণের কথাও উল্লেখ করেন। ঘাটকেসর থেকে মৌলা আলি-সনাথনগর হয়ে এমএমটিএস ট্রেন পরিষেবার সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদ অঞ্চলের বহু অঞ্চল এখন যাত্রীদের সুবিধার্থে সংযুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী আজ ইন্ডিয়ান অয়েল পারাদ্বীপ-হায়দরাবাদ প্রোডাক্ট পাইপলাইনের উদ্বোধন করেছেন, যা সস্তায় এবং পরিবেশগতভাবে  সুস্থায়ী উপায়ে পেট্রোলিয়াম পণ্য বহন করবে। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিকশিত তেলেঙ্গানার মাধ্যমে বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব হবে।

তেলেঙ্গানার রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দরারাজন এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

***

SKC/DM/KMD



(Release ID: 2011749) Visitor Counter : 41


Read this release in: English