প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রয়াত জননেতা কর্পূরী ঠাকুরের পূণ্যতিথিতে তাঁর উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

Posted On: 17 FEB 2024 7:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি,২০২৪

 

প্রয়াত কর্পূরী ঠাকুরের পূণ্যতিথিতে তাঁর স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

প্রধানমন্ত্রী বলেছেন যে সমাজের দুর্বল ও অনগ্রসর স্তরের মানুষদের কল্যাণে শ্রী কর্পূরী ঠাকুর তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।

প্রধানমন্ত্রী এ সম্পর্কে তাঁর চিন্তাভাবনার কথা ব্যক্ত করে সমাজমাধ্যমে এক বার্তায় বলেছেন ;

“কর্পূরী ঠাকুরজির পূণ্যতিথিতে তাঁর স্মৃতির উদ্দেশে জানাই শত শত প্রণাম। ভারতবর্ষের এই জননায়ক সমাজের দুর্বল ও অনগ্রসর স্তরের মানুষদের সম্মান ও কল্যাণের স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।”


PG/SKD/DM


(Release ID: 2006926) Visitor Counter : 83