অর্থমন্ত্রক

অন্তর্বতী বাজেটে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হার অপরিবর্তিত রাখার প্রস্তাব

দীর্ঘদিনের বকেয়া বেশ কয়েকটি ক্ষেত্রে রেহাইয়ের সুবাদে উপকৃত হবেন প্রায় ১ কোটি করদাতা

Posted On: 01 FEB 2024 12:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৪

 

সংসদে আজ ২০২৪-২৫ অন্তর্বতী বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রত্যক্ষ এবং পরোক্ষ করের হার অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছেন।

স্টার্টআপ এবং সভারেন পেনশন ফান্ডের বিনিয়োগের ক্ষেত্রে এবং কয়েকটি আইএফএসসি ইউনিটের ৩১.০৩.২০২৫ পর্যন্ত কিছু ছাড়ের কথা অবশ্য বলা হয়েছে। 

জীবন-যাপন সহজতর করতে এবং ইজ অফ ডুয়িং বিজনেসের স্বার্থে প্রত্যক্ষ কর সংক্রান্ত বহুদিনের বকেয়া কিছু দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এই দাবিগুলির বেশ কয়েকটি ১৯৬২ সালের। এই ধরনের দাবির ক্ষেত্রে ২০০৯-১০ অর্থবর্ষ পর্যন্ত ২৫০০০ টাকা এবং ২০১০-১১ থেকে ২০১৪-১৫ সময়কালের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এরফলে উপকৃত হবেন প্রায় ১ কোটি করদাতা। 

PG/AC/NS……



(Release ID: 2001697) Visitor Counter : 58