অর্থমন্ত্রক
নারী শক্তি কেন্দ্রস্থলে
সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে টিকার কথা ঘোষণা করলেন: কেন্দ্রীয় অর্থমন্ত্রী
মাতৃত্ব ও শিশু কল্যাণে বিভিন্ন প্রকল্পের মধ্যে সমন্বয় আনা হবে
Posted On:
01 FEB 2024 12:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৪
২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নারী শক্তিকে গতি দিতে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে টিকাকরণের প্রস্তাব দিলেন আর সেইসঙ্গে মাতৃত্ব ও শিশু কল্যাণের বিভিন্ন প্রকল্পকে একত্রিত করার কথা জানালেন।
জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে ৯-১৪ বছর বয়সী বালিকাদের টিকাকরণ কর্মসূচি নেওয়া হবে। সরকার উপযুক্ত শ্রেণীর মধ্যে এই টিকাকরণে উৎসাহদানের সবরকম ব্যবস্থা নেবে।
মাতৃত্ব ও শিশু কল্যাণে বিভিন্ন কর্মসূচির মধ্যে সুসমন্বয় আনতে একটি পূর্ণাঙ্গ কর্মসূচির প্রস্তাব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০-তে উন্নীত করার কাজে গতি আনা হবে।
সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রয়াসকে আরও এগিয়ে নিয়ে যেতে নতুন উদ্ভাবিত ইউ-উইন মঞ্চকে খুব দ্রুত চালু করা হবে সারা দেশে। রোগ বিমুক্তিকরণের ব্যবস্থাপনার কাজে মিশন ইন্দ্রধনুষ প্রকল্পের আওতায় গৃহীত প্রয়াসকে জোরদার করতে এই মঞ্চকে কাজে লাগানো হবে জানান শ্রীমতী সীতারমন।
PG/SB
(Release ID: 2001529)
Visitor Counter : 117