কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রিসভা চিকিৎসা উৎপাদন নিয়ন্ত্রণ ক্ষেত্রে সহয়োগিতার জন্য ভারত এবং নেদারল্যান্ডস-এর মধ্যে মেমোরান্ডাম অফ ইনটেন্ট (এমওআই) অনুমোদন করেছে

Posted On: 18 JAN 2024 1:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) এবং মেডিসিন্স ইভ্যালুয়েশন বোর্ড, হেল্থ অ্যান্ড ইউথ কেয়ার ইন্সপেক্টরেট সেন্ট্রাল কমিটির পক্ষে নেদারল্যান্ডস-এর স্বাস্থ্য, কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের   চিকিৎসা উৎপাদন নিয়ন্ত্রণ সংক্রান্ত মেমোরান্ডাম অফ ইনটেন্ট (এমওআই) সম্পর্কে অবহিত করা হয়েছে। এই এমওআই ২০২৩এর ৭ নভেম্বর স্বাক্ষরিত হয়। 

এমওআই-এর লক্ষ্য সিডিএসসিও এবং নেদারল্যান্ডস-এর স্বাস্থ্য, কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের মধ্যে আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চিকিৎসা উৎপাদন নিয়ন্ত্রণ সংক্রান্ত ফলপ্রসূ সহয়োগিতা এবং তথ্য বিনিময়ের একটি কাঠামো গঠন।

দু-দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মধ্যে এই এমওআই দু-দেশের বিধি সম্পর্কে বোঝাপড়া বাড়াতে সুবিধা হবে। ওষুধ তৈরির জন্য কাঁচামাল, জৈব উৎপাদন, চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি এবং প্রসাধনী দ্রব্য সংক্রান্ত নিয়ন্ত্রণ বিধি এর মধ্যে অন্তর্ভুক্ত।

নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থার সমন্বয়ে ভারত থেকে ওষুধ রপ্তানী বৃদ্ধি করতে সহায়ক হবে এবং সেই সূত্রে ওষুধ ক্ষেত্রে শিক্ষিত পেশাদারদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

এই এমওআই চিকিৎসা উৎপাদন রপ্তানী বৃদ্ধি করলে বিদেশী মুদ্রা আয় হবে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে যা হবে একটি পদক্ষেপ।  

    


PG/AP/NS…


(Release ID: 1997528) Visitor Counter : 100