মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোলফিল্ডস লিমিটেডের ১x৬৬০ মেগাওয়াট এবং মহানদী কোলফিল্ডস লিমিটেডের ২ x৮০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে বিনিয়োগে সম্মতি মন্ত্রিসভার

Posted On: 18 JAN 2024 12:54PM by PIB Kolkata

 নতুনদিল্লি ১৮ জানুয়ারি, ২০২৪


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে আজ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোলফিল্ডস লিমিটেডের ১x৬৬০ মেগাওয়াট এবং মহানদী কোলফিল্ডস লিমিটেডের ২ x৮০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্ষেত্রে বিনিয়োগে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

বিশ্বের বৃহত্তম কয়লা খননকারী সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড তার সহযোগী সংস্থাগুলির মাধ্যমে ২টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলবে। এর মধ্যে একটি হল, মধ্যপ্রদেশের অনুপপুর জেলার চাছাই গ্রামের ১x৬৬০ মেগাওয়াটের অমরকন্টক তাপবিদ্যুৎ কেন্দ্র। অন্যটি হল, ওড়িশার সুন্দরগড় জেলার ২ x৮০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র।

PG/MP/CS…



(Release ID: 1997527) Visitor Counter : 39