প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দিব্য কুমারের "হর ঘর মন্দির হর ঘর উৎসব" ভজন পরিবেশনে মুগ্ধ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 13 JAN 2024 11:12AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৪


দিব্য কুমারের 'হর ঘর মন্দির হর ঘর উৎসব' ভজন গানটি শুনে আপ্লুত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এস্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা ব্যক্ত করে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন যে বহু শতকের প্রতীক্ষার পর অবশেষে অযোধ্যা ধামে এক শুভ মুহূর্তের আবির্ভাব ঘটেছে। এই শুভক্ষণে ভগবান শ্রী রামের বন্দনাগীত আজ প্রতিধ্বনিত হচ্ছে দেশের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই। দিব্য কুমারের পরিবেশনের গুণে এই ভজন সঙ্গীতটি সকলের মনে আস্থা ও নিষ্ঠার এক বিশেষ বাতাবরণের উপলব্ধি এনে দেবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, এই ভজনটির গীতিকার সিদ্ধার্থ অমিত ভাবসার। 

প্রধানমন্ত্রীর মূল বার্তাটি এখানে তুলে দেওয়া হল:

“सदियों के इंतजार के बाद अयोध्या धाम में सुमंगल की घड़ी नजदीक है। इस पुण्य अवसर को लेकर उत्तर से दक्षिण और पूरब से पश्चिम तक, हर ओर प्रभु श्री राम का जयकारा गूंज रहा है। आस्था और भक्ति के इसी वातावरण का अनुभव आपको इस प्रस्तुति से होगा। #ShriRamBhajan” 


PG/SKD/AS


(Release ID: 1995888) Visitor Counter : 85