প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দশম উজ্জীবিত গুজরাট শিখর সম্মেলন ২০২৪ – এর ফাঁকে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

प्रविष्टि तिथि: 10 JAN 2024 6:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ জানুয়ারি, ২০২৪ 


চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মাননীয় পেটর ফিয়ালা উজ্জীবিত গুজরাট শিখর সম্মেলন ২০২৪ – এ যোগ দিতে ৯ – ১১ জানুয়ারি পর্যন্ত ভারত সফর করছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ফিয়ালার সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে উভয় নেতার মধ্যে আলোচনা হয়। শিক্ষা, প্রযুক্তি, বৈজ্ঞানিক বিষয় তাঁদের আলোচনায় প্রাধান্য পায়। 
‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে বহু চেক শিল্প প্রতিষ্ঠান প্রতিরক্ষা, রেল, অসামরিক বিমান ক্ষেত্র প্রভৃতিতে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে যৌথ সহযোগিতা গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারতের অগ্রগতি এবং চেক প্রজাতন্ত্রের বৃহদায়তন শিল্প ভিত্তি দু’দেশের মধ্যে বিশ্ব সরবরাহ-শৃঙ্খলে এক আদর্শ সম্বন্ধসূত্র গড়ে তুলেছে। 
ভারত - চেক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উদ্ভাবন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা নিয়ে যৌথ বিবৃতিকে উভয় নেতা স্বাগত জানান। স্টার্টআপ, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল ক্ষেত্র, কৃত্রিম মেধা, প্রতিরক্ষা, পারমাণবিক শক্তি এবং বৃত্তীয়মান অর্থনীতির ক্ষেত্রে উভয় দেশ পরস্পরের সহযোগী হয়ে কাজ করবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়। 
প্রধানমন্ত্রী ফিয়ালা জয়পুর ভ্রমণ করবেন। সেখানে এনআইএমএস বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করবে। 

PG/AB/SB


(रिलीज़ आईडी: 1995229) आगंतुक पटल : 121
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Malayalam