প্রধানমন্ত্রীরদপ্তর

মৎস্যসম্পদ যোজনার মাধ্যমে হরিদ্বারের কৃষকের আয় দ্বিগুণ হওয়ায় খুশি প্রধানমন্ত্রী

Posted On: 27 DEC 2023 2:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। তাঁদের উদ্দেশে ভাষণও দেন প্রধানমন্ত্রী।

এই অনুষ্ঠানে যোগ দেন ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’য় সুবিধাপ্রাপ্ত হাজার হাজার মানুষ। ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। 

হরিদ্বারের গুরুদেব সিং-জিকে “হর হর গঙ্গে” বলে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। সমাবেশে উপস্থিত সকলেও বলে ওঠেন – “হর হর গঙ্গে”।

শ্রী সিং একজন মৎস্যচাষী। ‘মৎস্যসম্পদ যোজনা’র মাধ্যমে তাঁর আয় দ্বিগুণ হয়েছে বলে তিনি প্রধানমন্ত্রীকে জানান। শ্রী সিং বলেন, আগে এক একর জমি থেকে তাঁর ৬০ হাজার টাকা আয় হত। মৎস্যচাষ শুরু করার পর একই পরিমাণ জমি থেকে তাঁর আয় হচ্ছে ১ লক্ষ ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রী উদ্যোগ এবং উদ্ভাবনার জন্য শ্রী সিং-এর প্রশংসা করেন। পশুপালন, মৎস্যচাষ, মধু চাষ প্রভৃতির গুরুত্ব তুলে ধরেন তিনি। সবুজ এবং শ্বেত বিপ্লবের পাশাপাশি, মিষ্টি এবং নীল বিপ্লবের প্রাসঙ্গিকতার কথাও তিনি উল্লেখ করেন।
 
PG/AC/DM



(Release ID: 1991194) Visitor Counter : 50