প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ২৫ ডিসেম্বর 'মজদুরোঁ কা হিত, মজদুরোঁ কো সমর্পিত' কর্মসূচিতে অংশ নেবেন এবং হুকুমচাঁদ মিলের কর্মীদের হাতে বকেয়া টাকার চেক তুলে দেবেন
Posted On:
24 DEC 2023 7:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৫ ডিসেম্বর বেলা ১২টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইন্দোরে 'মজদুরোঁ কা হিত, মজদুরোঁ কো সমর্পিত' কর্মসূচিতে অংশ নেবেন এবং হুকুমচাঁদ মিলের কর্মীদের বকেয়া ২২৪ কোটি টাকার চেক শ্রমিক ইউনিয়নের নেতাদের হাতে তুলে দেবেন। এই উপলক্ষে এক সভায় ভাষণও দেবেন প্রধানমন্ত্রী।
১৯৯২ সালে বন্ধ হয়ে যাওয়া ইন্দোরের হুকুমচাঁদ মিলের কর্মীরা তাঁদের বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালাচ্ছিলেন।
সাম্প্রতিককালে মধ্যপ্রদেশ সরকার এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেয় এবং বিষয়টির নিষ্পত্তি করে। মীমাংসা সূত্র অনুযায়ী, মধ্যপ্রদেশ সরকার সমস্ত বকেয়া মিটিয়ে দেবে, মিলের জমির দখল নেবে এবং সেখানে একটি আবাসন ও বাণিজ্যিক অঞ্চল গড়ে তুলবে।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খারগোনে জেলার সামরাজ ও আশুখেড়ি গ্রামে ৬০ মেগাওয়ার্টের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ৩০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সৌরবিদ্যুৎ প্রকল্প প্রতি মাসে ইন্দোর পুরসভার ৪ কোটি টাকার বিদ্যুৎ বিল সাশ্রয় করবে। সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে তহবিল সংগ্রহের জন্য ইন্দোর পুরসভা ২৪৪ কোটি টাকা গ্রিন বন্ড বাজারে ছেড়েছে। এই প্রথম কোনো পুরসভা এ ধরনের বন্ড বাজারে ছাড়লো। দেশের ২৯টি রাজ্যের মানুষ বন্ড কেনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাড়া দিয়েছেন এবং ৭২০ কোটি টাকার বন্ড কিনেছেন।
PG/MP/AS
(Release ID: 1990196)
Visitor Counter : 96
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam