স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকশিত ভারত সংকল্প যাত্রা

এই সংকল্প যাত্রায় সবার কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড বিলি করা হয়েছে

Posted On: 22 DEC 2023 12:52PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর, ২০২৩

 

বিকশিত ভারত সংকল্প যাত্রায় এক উল্লেখযোগ্য সাফল্য। বর্তমানে যে সংকল্প যাত্রা চলছে, তাতে এ পর্যন্ত ১,০২,২৩,৬১৯টি আয়ুষ্মান কার্ড বিলি করা হয়েছে। 
বিকশিত ভারত সংকল্প যাত্রায় দেশের ৩৪৬২টি গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় ৭৯,৪৮৭টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এবং ১,৩১,৬৬,৩৬৫ জন মানুষ এতে যোগ দিয়েছেন। 

স্বাস্থ্য শিবিরগুলিতে নিম্নলিখিত কাজ সম্পন্ন করা হয়েছে:

আয়ুষ্মান ভারত- প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) : কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এই প্রকল্পে আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করে তা সুবিধাভোগীদের মধ্যে বিলি করা হচ্ছে। এ পর্যন্ত ২৩,৮৩,৪৭৩টি কার্ড বিলি করা হয়েছে। গতকাল পর্যন্ত মোট ৬,৩৪,১৬৮টি কার্ড তৈরি করা হয়েছে। 

যক্ষ্মা (টিবি) : যক্ষ্মা নির্ণয়ের জন্য থুতু পরীক্ষা এবং যেখানে সম্ভব যন্ত্রের মাধ্যমে মানুষের যক্ষ্মা নির্ণয়ের কাজ চলছে। কোনো রকম রোগের লক্ষণ পেলে, তাদের অন্যত্র চিকিৎসার জন্য সুপারিশ করা হচ্ছে। ৩৬তম দিনের শেষে ৪৯,১৭,৩৫৬ জনের বেশি মানুষের স্ক্রিনিং হয়েছে। এরমধ্যে ৩,৪১,৪৯৯ জনকে উচ্চতর সুবিধাযুক্ত স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। 

প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানে ১,১৭,৭৩৪ জনের বেশি রোগীর চিকিৎসা করা হয়েছে।

সিকল সেল রোগ : আদিবাসী এলাকাগুলিতে এই রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা (৪০ বছর বয়স পর্যন্ত) চালানো হচ্ছে। এ পর্যন্ত ৫,০৮,৭০১ জন মানুষের স্ক্রিনিং হয়েছে। এর মধ্যে ২১,৭৯৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। 

অসংক্রামক রোগ সমূহ (এনসিডি) : হাইপারটেনশন, ডায়াবেটিস (৩০ বছর ও তার ঊর্ধ্বে) নির্ণয়ের জন্য পরীক্ষা চালানো হচ্ছে। এ পর্যন্ত ১০,২৯৭,৮০৯ জন মানুষের স্ক্রিনিং হয়েছে। ৪,৮২,৬৬৭ জনের হাইপারটেনশন এবং ৩,৪৫,৮৯৮ জনের বেশি মানুষের ডায়াবেটিস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ৭,৫৯,৪৫১ জনকে উচ্চতর স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
 

PG/MP/NS


(Release ID: 1989783) Visitor Counter : 168