স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা এবং স্বাস্থ্যসেবার উৎকর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি প্রশংসনীয় মাইলফলক অর্জন করেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রায় ১ কোটি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে

চলমান বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় এখন পর্যন্ত ৭৯,৪৮৭টি স্বাস্থ্য শিবিরে মোট দর্শনার্থীর সংখ্যা ১,৩১,৬৬,৩৬৫ জনে পৌঁছেছে

Posted On: 22 DEC 2023 9:20PM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর ২০২৩৷৷ দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা এবং স্বাস্থ্যসেবার উৎকর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি প্রশংসনীয় মাইলফলক অর্জন করেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রায় ১,০২,২৩,৬১৯ টি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে।

চলমান বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় এখন পর্যন্ত ৩,৪৬২টি গ্রাম পঞ্চায়েত ও শহুরে স্থানীয় সংস্থায় পরিচালিত ৭৯,৪৮৭টি স্বাস্থ্য শিবিরে মোট দর্শনার্থীর সংখ্যা ১,৩১,৬৬,৩৬৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য শিবিরগুলিতে এমওএইচএফডাব্লু-এর ফ্ল্যাগশিপ প্রকল্পের অধীনে আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে আয়ুষ্মান কার্ড তৈরি করা হচ্ছে এবং সুবিধাভোগীদের মধ্যে সরাসরি কার্ড বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত ২৩ লাখ ৮৩ হাজার ৪৭৩টি ফিজিক্যাল কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরগুলিতে মোট ৬,৩৪,১৬৮ টি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে।

যক্ষ্মা রোগীদের লক্ষণগুলির জন্য স্ক্রিনিং, থুতু পরীক্ষা এবং যেখানেই পাওয়া যায় সেখানে এনএএটি মেশিন ব্যবহার করে করা হচ্ছে। যক্ষ্মা আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিদের উচ্চতর সুবিধা কেন্দ্রগুলিতে রেফার করা হয়। ৩৬ তম দিন শেষে, ৪৯,১৭,৩৫৬ জনেরও বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৩,৪১,৪৯৯ জনেরও বেশি কে উচ্চতর জনস্বাস্থ্য সুবিধাগুলিতে রেফার করা হয়েছে।

প্রধানত জনজাতীয় অঞ্চলে, সিকেল সেল ডিজিজ (এসসিডি) সনাক্তকরণের জন্য যোগ্য জনসংখ্যার (৪০ বছর বয়স পর্যন্ত) স্ক্রিনিং এসসিডির জন্য পয়েন্ট অফ কেয়ার (পিওসি) পরীক্ষার মাধ্যমে বা দ্রবণীয়তা পরীক্ষার মাধ্যমে করা হচ্ছে। এ পর্যন্ত ৫,০৮,৭০১ জনেরও বেশি মানুষকে স্ক্রিনিং করা হয়েছে, যার মধ্যে ২১,৭৯৩ জনকে পজিটিভ পাওয়া গেছে এবং উচ্চতর জনস্বাস্থ্য সুবিধাগুলিতে রেফার করা হয়েছে।

উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য যোগ্য জনসংখ্যার (৩০ বছর বা তার বেশি) স্ক্রিনিং করা হচ্ছে এবং পজিটিভ বলে সন্দেহ করা হলে উচ্চতর কেন্দ্রগুলিতে রেফার করা হচ্ছে। প্রায় ১০,২৯৭,৮০৯ জনকে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য পরীক্ষা করা হয়েছে। ৪,৮২,৬৬৭ জনেরও বেশি লোক উচ্চ রক্তচাপের জন্য ইতিবাচক বলে সন্দেহ করা হয়েছে এবং ৩,৪৫,৮৯৮ জনেরও বেশি ডায়াবেটিসে আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছে এবং ৭,৫৯,৪৫১ জনেরও বেশি মানুষকে উচ্চতর জনস্বাস্থ্য সুবিধাগুলিতে রেফার করা হয়েছে৷

*****

SKC/SP/KMD


(Release ID: 1989747) Visitor Counter : 93


Read this release in: English