তথ্যওসম্প্রচারমন্ত্রক

লোকসভায় পাশ হয়েছে সংবাদপত্র ও সাময়িকপত্র নথিভুক্তিকরণ বিধেয়ক

Posted On: 21 DEC 2023 5:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২৩ 


লোকসভায় আজ পাশ হয়েছে সংবাদপত্র ও সাময়িকপত্র নথিভুক্তিকরণ বিধেয়ক ২০২৩। এ এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সংবাদপত্র এবং পুস্তিকা নথিভুক্তি আইন, ১৮৬৭’র পরিবর্তে নতুন এই বিধেয়কটি আনা হয়েছে। ঔপনিবেশিক যুগের অবসানে এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ। সংসদের বাদল অধিবেশনে এই বিলটি ইতিমধ্যেই রাজ্যসভায় পাশ হয়েছিল। 
নতুন এই বিধেয়ক অনুযায়ী নথিভুক্তিকরণ প্রক্রিয়া আরও সরল হবে ব্যক্তিগত হাজিরার পরিবর্তে অনলাইনেই কাজ সম্পূর্ণ হবে। এর ফলে, প্রকাশকদের, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি প্রকাশকরা সহজে কাজ করতে পারবেন। 
লোকসভায় বিলটি উত্থাপন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, “এই বিল দাসত্বের মানসিকতা থেকে মুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং নতুন ভারতের জন্য নতুন আইন আনার বিষয়ে মোদী সরকারের দৃঢ় মানসিকতার পরিচায়ক। এর ফলে, বাণিজ্য সরলীকরণ হবে। নতুন আইন জীবনযাত্রাকে সহজ করবে”। শ্রী ঠাকুর বলেন, এতদিন পর্যন্ত এই নথিভুক্তিকরণ প্রক্রিয়ায় কখনও কখনও দু-তিন বছর সময় লাগতো, এখন তা ৬০ দিনেই সম্পূর্ণ হবে। 

PG/PM/SB



(Release ID: 1989452) Visitor Counter : 162