নারীওশিশুবিকাশমন্ত্রক
বিকশিত ভারত সংকল্প যাত্রায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে ৬৩ হাজারেরও বেশি তাৎক্ষণিক নথিভুক্তি
‘সুস্থ বালক স্পর্ধা’য় ৫৭ হাজারেরও বেশি শিশুর যোগদান
प्रविष्टि तिथि:
20 DEC 2023 12:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ ডিসেম্বর, ২০২৩
বিকশিত ভারত সংকল্প যাত্রায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে ৬৩ হাজারেরও বেশি তাৎক্ষণিক নথিভুক্তি হয়েছে। শিশুদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এক স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে শিশুদের নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে সচেতনতামূলক প্রচার অভিযানের আয়োজন করা হয়েছে। যাত্রার শুরু থেকে এখনও পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি শিশু ‘সুস্থ বালক স্পর্ধা’য় অংশগ্রহণ করেছে।
বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণকারীদের অর্ধেকই মহিলা। উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাঁদের প্রয়াসকেও এই যাত্রায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নারী ও শিশুকল্যাণ মন্ত্রক দেশজুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। মন্ত্রকের উদ্যোগে ‘মেরি কাহানি মেরি জুবানি (এমকেএমজেড)’ শীর্ষক একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সুবিধাভোগীরা তাঁদের অভিজ্ঞতা এবং তাঁদের জীবনে অঙ্গনওয়াড়ি পরিষেবার প্রভাব সম্পর্কে জানাচ্ছেন।
PG/SD/SKD
(रिलीज़ आईडी: 1988807)
आगंतुक पटल : 128