তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র মাধ্যমে নাগরিকদের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ

Posted On: 13 DEC 2023 2:54PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ নভেম্বর ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র সূচনা করেছেন। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তরে সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আইইসি ভ্যানে উন্নয়নের বিভিন্ন বার্তা যেমন প্রচার করা হচ্ছে, পাশাপাশি যেখানে এই ভ্যান পৌঁছচ্ছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলি স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে। এই স্বাস্থ্য শিবিরগুলিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা ছাড়াও যক্ষ্মা, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো অসুখ রয়েছে কিনা, সে সংক্রান্ত পরীক্ষানিরীক্ষাও করা হচ্ছে।

এ পর্যন্ত ৬৩ লক্ষ মানুষ এই স্বাস্থ্য শিবিরের সুফল লাভ করেছেন। ২৬,৭৫২টি গ্রাম পঞ্চায়েতে (১২ ডিসেম্বরের হিসেব অনুসারে) যোগ্য নাগরিকদের কাছে প্রত্যেকের কাছেই আয়ুষ্মান কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। 

‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’য় যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, সেগুলি হল – আয়ুষ্মান ভারত-পিএম জন-আরোগ্য যোজনা কার্ডের নিবন্ধীকরণ :

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সংক্রান্ত এই ফ্ল্যাগশিপ প্রকল্পে সুবিধাভোগীদের কাছে আয়ুষ্মান অ্যাপ এবং কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। ১২ ডিসেম্বর প্রাপ্ত হিসেব অনুযায়ী, বিভিন্ন শিবিরে ৯ লক্ষ ৬৯ হাজার আয়ুষ্মান কার্ড সুবিধাপ্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন শিবিরে ১ লক্ষ ৫৩ হাজার নাগরিক এই কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত নানা পরিষেবা পেয়েছেন। 

যক্ষ্মা শনাক্তকরণ :

‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র জন্য যেসব স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানে যক্ষ্মা রোগের শণাক্তকরণের পরীক্ষাও হয়েছে। যাঁদের যক্ষ্মা রোগ ধরা পড়েছে, তাঁদের আরও ভালো চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। এ পর্যন্ত এ ধরনের শিবির থেকে ২৬ লক্ষ ৪১ হাজারের শরীরে যক্ষ্মা ধরা পড়েছে।  

এছাড়াও, ‘প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযান’-এর আওতায় যক্ষ্মা রোগীরা ‘নিক্ষয় মিত্র’দের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন। ‘নিক্ষয় পোষণ যোজনা’র আওতায় তাঁদের প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে আর্থিক সহায়তা করা হচ্ছে। 

সিকল সেল ডিজিজের শনাক্তকরণ :

স্বাস্থ্য শিবিরগুলিতে সিকল সেল ডিজিজে কেউ আক্রান্ত কিনা, সে সংক্রান্ত শনাক্তকরণের কাজও করা হয়েছে। আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এই শিবিরগুলিতে এ পর্যন্ত ৬ লক্ষ ১২ হাজার নাগরিকের দেহে এই অসুখ শনাক্ত করা গেছে। 

সংক্রামিত নয়, এ ধরনের ব্যাধির শনাক্তকরণ :

স্বাস্থ্য শিবিরগুলিতে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগেরও শনাক্তকরণ করা হয়েছে। যাঁদের বয়স ৩০ কিংবা তার বেশি, তাঁদের এই পরীক্ষা করা হয়েছে। যাঁরা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। 

প্রাসঙ্গিক কিছু লিঙ্ক -

· https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1977062
· https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1980126
· https://twitter.com/HSVB2047/status/1732081624580489547?t=iSg-qdR2fRQBgN1n4jn98g&s=08
· https://viksitbharatsankalp.gov.in/dashboards/dashboard1 
· https://twitter.com/mohfw_india/status/1734470978129043536?s=46

 

PG/CB/DM/


(Release ID: 1985985) Visitor Counter : 110