প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav g20-india-2023

সিওপি-২৮ ( COP-28) উপলক্ষ্যে আয়োজিত ‘লিডারশিপ গ্রুপ ফর ইন্ডাস্ট্রি ট্রানজিশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

Posted On: 01 DEC 2023 10:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১লা ডিসেম্বর ২০২৩  


মহামান্য,
শিল্পপতি নেতৃবৃন্দ,
সম্মানিত অতিথিবৃন্দ,
আপনাদের সবাইকে  নমস্কার। 
আমরা সবাই একটি সাধারণ দায়বদ্ধতার মাধ্যমে যুক্ত হয়েছি, তা হল – ‘গ্লোবাল নেট জিরো’৷ এই ‘গ্লোবাল নেট জিরো’র লক্ষ্যগুলি অর্জনের জন্য সরকার ও শিল্পোদ্যোগগুলির মধ্যে অংশীদারিত্ব অপরিহার্য৷ আর এক্ষেত্রে, শিল্পক্ষেত্রে নানা উদ্ভাবন একটি গুরুত্বপূর্ণ অনুঘটক৷ এই পৃথিবী গ্রহের  নিরাপদ ভবিষ্যতের জন্য একটি ‘লিডারশিপ গ্রুপ ফর ইন্ডাস্ট্রি ট্র্যাঞ্জিশন’ বা  শিল্পে রূপান্তরের   জন্য নেতৃত্ব গোষ্ঠী গড়ে উঠেছে। এটি ‘লিড-আইটি’ বা নেতৃত্বপ্রদানকারী তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি   , সংশ্লিষ্ট সরকার এবং শিল্পোদ্যোগগুলির মধ্যে অংশীদারিত্বের একটি সফল উদাহরণ।

২০১৯ সালে চালু করা এই ‘লিড-আইটি’ হল আমাদের যৌথ প্রয়াস যাতে শিল্পের রূপান্তরকে শক্তি প্রদান করা যায়, যাতে অপেক্ষাকৃত কম কার্বন ব্যবহারের প্রযুক্তি এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করা যায়, এবং গ্লোবাল সাউথের কাছে এটিকে যত দ্রুত এবং সহজে পৌঁছে দেওয়া যায়। এর প্রথম পর্যায়ে, লিড-আইটি এবং ইস্পাত, সিমেন্ট, অ্যালুমিনিয়াম, পরিবহনের মত ক্ষেত্রে রূপান্তরের পথচিত্র এবং জ্ঞান পরস্পরের সঙ্গে ভাগ করার উপর জোর দেওয়া হয়েছে। আজ ১৮টি দেশ এবং ২০টি বড়ো কোম্পানি এই গ্রুপের সদস্য।

বন্ধুগণ, 

ভারত, তার জি-২০ সভাপতিত্বের সময়, ‘সার্কুলারিটি স্ট্র্যাটেজি’ বা বৃত্তাকারে বিতরণ কৌশল নিয়ে বিশ্বব্যাপী পারস্পরিক  সহযোগিতার উপর জোর দিয়েছে। এটিকে এগিয়ে নিয়ে, আজ আমরা এই ‘লিড -আইটি’-তে একটি নতুন অধ্যায় যোগ করছি। আজ আমরা লিড -আইটি ২.০ চালু করছি।

এই পর্বে তিনটি প্রধান অগ্রাধিকার থাকবে। প্রথম, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্য শিল্প স্থানান্তর, দ্বিতীয়, কম কার্বন প্রযুক্তির সহ-উন্নয়ন এবং স্থানান্তর এবং তৃতীয়, উদীয়মান অর্থনীতিতে শিল্পের পরিবর্তনের জন্য আর্থিক সহায়তা।

এই সবকিছু সম্ভব করার জন্য, ভারত-সুইডেন ‘ইন্ডাস্ট্রি ট্রানজিশন প্ল্যাটফর্ম’ বা শিল্প রূপান্তর মঞ্চও চালু করা হচ্ছে। এটি সংশ্লিষ্ট উভয় দেশের সরকার, শিল্প, প্রযুক্তি প্রদানকারী, গবেষক এবং থিঙ্ক-ট্যাঙ্ককে সংযুক্ত করবে। আমার পূর্ণ আস্থা আছে যে আমরা  একসঙ্গে নিজেদের ভবিষ্যত গঠন করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নতুন পরিবেশবান্ধব বৃদ্ধি সুনিশ্চিত করতে সফল হব।

আমি, আবারও, আমার বন্ধু এবং সহ-আয়োজক সুইডেনের প্রধানমন্ত্রী মহামান্য  উলফ ক্রিস্টার-শোনকে এবং আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনাদেরকে  অনেক ধন্যবাদ.

*
PG/SB



(Release ID: 1982431) Visitor Counter : 75