সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

নেশামুক্ত ভারত অভিযান (এনএমবিএ) সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর এবং কৃষ্ণ ধর্মাবলম্বীদের আন্তর্জাতিক সংগঠন ইস্কনের মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত

Posted On: 23 NOV 2023 3:24PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৩ নভেম্বর, ২০২৩

 

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর আজ নতুন দিল্লিতে নেশা মুক্ত ভারত অভিযানের জন্য কৃষ্ণ ধর্মাবলম্বীদের আন্তর্জাতিক সংগঠন ইস্কনের মধ্যে মউ চুক্তি স্বাক্ষর করেছে। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দর কুমার এবং দপ্তরের পদস্থ আধিকারিকরা ও ইস্কনের বর্ষীয়ান সদস্যরা। 

অনুষ্ঠানে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দর কুমার বলেন, এনএমবিএ-র আওতায় বিভিন্ন কর্মসূচি চালাতে ধর্মীয় সংগঠনগুলির সংযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতকে নেশা মুক্ত করতে এই ধরনের সংস্থার ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। তিনি বলেন, ইস্কনের সঙ্গে স্বাক্ষরিত এই মউ চুক্তি যুবা, মহিলা ও পড়ুয়াদের মধ্যে এনএমবিএ-র বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে। 

ডঃ বীরেন্দর কমার ইস্কন কর্তৃপক্ষকে তাদের সব বৈঠক ও সমাবেশে এনএমবিএ-র প্রচার চালানোর কথা বলেন। মন্ত্রী বলেন, ৫৫০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মন্ত্রক সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে। যাতে করে জনগণকে নেশার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা যায় এবং নেশাগ্রস্তদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয়। 

মন্ত্রী আরও জানান, নব চেতনা মডিউল চালু করা হয়েছে। যার সাহায্যে ভারতের স্কুল পড়ুয়াদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজ চলছে। ১২টি আঞ্চলিক ভাষায় নব চেতনার প্রশিক্ষণের বিষয়বস্তু অনুবাদ করা হয়েছে। দীক্ষা পোর্টালেও এটি আপলোড করা হয়েছে। এক বছরের মধ্যে এই নব চেতনা মডিউল দেশের ৩০০টি জেলার ৩০ হাজার বিদ্যালয়ের ১০ লক্ষ শিক্ষক-শিক্ষিকা ও ২ কোটি ৪০ লক্ষেরও বেশি পড়ুয়াকে প্রশিক্ষিত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে শ্রী বীরেন্দর কুমার জানান। তিনি বলেন, নেশা মুক্ত ভারত অভিযানের যাত্রাপথে এই মডিউল বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 

বর্তমানে দেশের সব জেলাতেই এই উচ্চাকাঙ্খী নেশা মুক্ত ভারত অভিযান কার্যকর রয়েছে। এর লক্ষ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় চত্ত্বরে পড়ুয়াদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো। এখনও পর্যন্ত ১০ কোটি ৭১ লক্ষের বেশি মানুষ এই নেশামুক্ত ভারত প্রচারাভিযানে অংশ নিয়েছেন। যার মধ্যে ৩ কোটি ৩৭ লক্ষ যুবক, ২ কোটি ২৬ লক্ষের বেশি মহিলা রয়েছেন। ৩ লক্ষ ২৭ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানও এই অভিযানে অংশ নিয়েছে। 

নেশা মুক্ত ভারত অভিযানের সাফল্য 

ক) এখনও পর্যন্ত ১০ কোটি ৭১ লক্ষের বেশি মানুষ এই অভিযানে অংশ নিয়েছেন। 
খ) এই অভিযানকে এগিয়ে নিয়ে যেতে ৮ হাজার বিশেষ স্বেচ্ছাসেবক নির্বাচন করে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 
গ) ৩ কোটি ৩৭ লক্ষের বেশি যুবক সরাসরি এই অভিযানে অংশ নিয়েছেন। 
ঘ) ২ কোটি ২৬ লক্ষের বেশি মহিলা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এঁদের মধ্যে অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, মহিলমন্ডল ও মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রয়েছেন। 
ঙ) এই অভিযান সম্পর্কে বার্তা ছড়িয়ে দিতে প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের ব্যাপক ব্যবহার করা হচ্ছে। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে প্রতিদিন প্রচার চলছে। 
চ) অ্যান্ড্রয়েড ভিত্তিক একটি মোবাইল অ্যাপলিকেশনও তৈরি করা হয়েছে। গুগল প্লেস্টোরে তা পাওয়া যাচ্ছে। এই অ্যাপের সাহায্যে এই প্রচারাভিযানের যথাযথ তথ্য মিলছে। 
ছ) জনগণের সুবিধার্থে নেশা থেকে মুক্ত লাভের জন্য সবরকম সুবিধা চালু করা হয়েছে। 


PG/PM/AS


(Release ID: 1979128) Visitor Counter : 233