প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী পয়লা নভেম্বর এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে কথা বলবেন এবং ভাষণ দেবেন

Posted On: 31 OCT 2023 5:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী পয়লা নভেম্বর নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে বিকেল ৪টে ৩০ মিনিট নাগাদ ভারতের এশিয়ান প্যারা গেমস্ – এ অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন এবং ভাষণ দেবেন। 
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের লক্ষ্য এশিয়ান প্যারা গেমস্ ২০০২ – এ অসাধারণ সাফল্যের জন্য অ্যাথলিটদের অভিনন্দন জানানো এবং ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য উৎসাহিত করা। এশিয়ান প্যারা গেমস্ ২০২২ – এ ভারত ২৯টি স্বর্ণ পদক সহ মোট ১১১টি পদক জয় করেছে। ২০১৮’র তুলনায় এবারের পদক জয় ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সোনার পদকের সংখ্যা ২০১৮’র তুলনায় প্রায় দ্বিগুণ।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অ্যাথলিটরা, তাঁদের প্রশিক্ষকগণ, প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পদাধিকারীগণ, জাতীয় ক্রীড়া সংস্থাগুলির প্রতিনিধিরা এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আধিকারিকগণ।

PG/AP/SB


(Release ID: 1976626) Visitor Counter : 82