প্রধানমন্ত্রীরদপ্তর

আয়ুর্বেদের প্রতি সমর্থন ভারতের ‘ভোকাল ফর লোকাল’ চিন্তাভাবনারই এক উজ্জ্বল বহিঃপ্রকাশ : প্রধানমন্ত্রী

আয়ুর্বেদ চর্চা ও তার চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত সকল উদ্ভাবক ও চিকিৎসকদের অভিবাদন জানালেন তিনি

Posted On: 10 NOV 2023 6:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ নভেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আয়ুর্বেদের প্রতি জনসমর্থন ‘ভোকাল ফর লোকাল’-এর চিন্তাভাবনারই এক উজ্জ্বল প্রতিফলন। সুপ্রাচীন জ্ঞানসম্পদের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে যে সমস্ত উদ্ভাবক এবং চিকিৎসক ভারতের আয়ুর্বেদ পদ্ধতিকে বিশ্বে এক নতুন মাত্রায় উন্নীত করেছেন, তার বিশেষ প্রশংসা করেছেন তিনি।

এ সম্পর্কে সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন :

“শুভ ধনতেরাস উপলক্ষটিকে আয়ুর্বেদ দিবস রূপেও আমরা পালন করি। প্রাচীন জ্ঞানসম্পদের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ ঘটিয়ে যে সমস্ত উদ্ভাবক ও চিকিৎসক আয়ুর্বেদকে বিশ্বব্যাপী এক নতুন মাত্রায় উন্নীত করেছেন, তাঁদের উদ্দেশে অভিবাদন জানানোর এ হল এক বিশেষ উপলক্ষ। গবেষণার সূচনা থেকে শুরু করে বহুধা বিস্তৃত স্টার্ট-আপ – সর্বত্রই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি নতুন নতুন পথের সন্ধান দিতে পেরেছে। তাই, আয়ুর্বেদের প্রতি সমর্থন ‘ভোকাল ফর লোকাল’ চিন্তাভাবনারই এই উজ্জ্বল দৃষ্টান্ত।”

PG/SKD/DM/



(Release ID: 1976390) Visitor Counter : 80