তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে
সত্যজিৎ রায় জীবনকৃতী পুরস্কারে সম্মানিত করা হবে মাইকেল ডগলাস-কে
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বিপুল সাড়া, আগামী দিনের সৃজনশীল মনন বিভাগে ৬০০টি ছবি
শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পুরস্কারের জন্য ১৫টি ওটিটি প্ল্যাটফর্ম থেকে ১০টি ভাষায় ৩২টি সিরিজ
নতুন দিল্লি, ০৬ নভেম্বর, ২০২৩
• আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ১৯৮টি ছবি দেখানো হবে, এর মধ্যে ১৩টি ছবির বিশ্ব প্রিমিয়ার
• উদ্বোধনী ছবি ‘ক্যাচিং ডাস্ট’; উৎসব-মধ্যবর্তী ছবি ‘অ্যাবাউট ড্রাই গ্র্যাসেস’ এবং উৎসবের সমাপনী ছবি ‘দ্য ফেদারওয়েট’
• এবারের উৎসবে নানা বিশিষ্ট পুরস্কারে ভূষিত ১৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে
• এবছর ফিল্ম বাজারের সপ্তদশ সংস্করণে প্রযোজনা, বিতরণ অথবা বিক্রয়ের জন্য ৩০০টি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রকল্প সংকলিত ও প্রদর্শিত হবে
• বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, সিনেমাটোগ্রাফার ও অভিনেতাদের নিয়ে ২০টিরও বেশি ‘মাস্টার ক্লাসেস’ এবং ‘ইন কনভারসেশন’ শীর্ষক আলোচনাচক্রের আয়োজন করা হবে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলতি বছরের ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ভারতের মিডিয়া ও বিনোদন শিল্প এখন বিশ্ব মানচিত্রে উল্লেখযোগ্য স্থান অধিকার করে, এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম বিনোদন বাজার হয়ে উঠেছে। গত তিন বছর ধরে বার্ষিক ২০ শতাংশ হারে এই বাজার বৃদ্ধি পাচ্ছে। ভারতে নির্মিত চলচ্চিত্রগুলি দেশের প্রতিটি অঞ্চলকে স্পর্শ করেছে, এখন তা বিশ্বের প্রতিটি কোণাতেও পৌঁছে যাচ্ছে।
মন্ত্রী জানান, এবছর সত্যজিৎ রায় জীবনকৃতী পুরস্কারে সম্মানিত করা হচ্ছে বিশ্ব চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মাইকেল ডগলাস-কে।
শ্রী ঠাকুর জানান, এবারের চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক বিভাগে প্রদর্শনের জন্য আবেদনের সংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতি আকর্ষণ কতটা বেড়েছে, এই ঘটনা তারই নিদর্শন।
নতুন প্রবর্তিত ওটিটি পুরস্কার সম্পর্কে তিনি বলেন, কোভিড অতিমারির সময় থেকে ভারতে ওটিটি শিল্পের অভূতপূর্ব বিকাশ হয়েছে, হাজার হাজার মানুষ এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এর বার্ষিক বৃদ্ধির হার ২৮ শতাংশ। ওটিটি প্ল্যাটফর্মের অসামান্য বিষয়বস্তু-নির্মাতাদের উৎসাহ দিতে মন্ত্রক এই পুরস্কার চালু করেছে। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পুরস্কারের জন্য ১৫টি ওটিটি প্ল্যাটফর্ম থেকে ১০টি ভাষায় ৩২টি এন্ট্রি এসেছে। বিজেতাকে ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
শ্রী ঠাকুর বলেন, দেশের স্টার্টআপ ক্ষেত্র অসামান্য গতিতে বিকাশলাভ করছে। সরকারও এই ক্ষেত্রকে বিশেষ সমর্থন ও উৎসাহ দিচ্ছে। চলচ্চিত্র ক্ষেত্রে স্টার্টআপদের উৎসাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাদের স্বীকৃতি দিতে ‘আগামী দিনের সৃজনশীল মনন’ শীর্ষক একটি বিভাগ চালু হয়েছিল। এবছর এই বিভাগে ৬০০-রও বেশি আবেদন জমা পড়েছে। এদের মধ্য থেকে ৭৫ জন বিজেতাকে বেছে নেওয়া হবে। এই নিয়ে ৩ বছরে এই বিভাগে বিজেতার সংখ্যা দাঁড়াবে ২২৫।
মন্ত্রী জানান, এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে সক্ষমদের জন্য সমস্তরকম সুযোগ সুবিধা থাকবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রাব্য বর্ণনা, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সাংকেতিক ভাষার ব্যবস্থা করা হয়েছে। চলচ্চিত্রের বিষয়বস্তুগুলি একাধিক ভাষায় ডাব করা হবে। ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর যে মন্ত্র নিয়ে সরকার এগিয়ে চলেছে, এইসব উদ্যোগ তারই প্রতিচ্ছবি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান বলেন, ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বর্তমানে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির একটি হয়ে উঠেছে। এবার আন্তর্জাতিক জুরির প্রধান হচ্ছেন বিখ্যাত চলচ্চিত্রকার শেখর কাপুর।
ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কয়েকটি মূল তথ্য নীচে দেওয়া হল –
১) এবার সত্যজিৎ রায় জীবনকৃতী পুরস্কার পাচ্ছেন হলিউডের বিখ্যাত অভিনেতা ও প্রযোজক, বিশ্ব চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র মাইকেল ডগলাস। এই পুরস্কার গ্রহণের জন্য তিনি সস্ত্রীক উৎসবে উপস্থিত থাকার বিষয়ে তাঁর সম্মতি জানিয়েছেন। তাঁর সঙ্গে থাকবেন বিখ্যাত অভিনেত্রী ক্যাথরিন জিটা-জোনস।
৫০ বছরেরও বেশি সময় ধরে মাইকেল ডগলাস চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে কাজ করে চলেছেন। তিনি দুবার অস্কার পেয়েছেন, পাঁচবার পেয়েছেন গোল্ডেন গ্লোব। এছাড়াও প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড ও আরও অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। চলতি বছরেই ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে তাঁকে পাম ডিওর জীবনকৃতী পুরস্কারে সম্মানিত করা হয়। অস্কার পুরস্কারপ্রাপ্ত ‘ওয়াল স্ট্রিট’ ছবিতে গর্ডন গিক্কো-র ভূমিকায় তাঁর অসামান্য অভিনয় চিরকালীন হয়ে রয়েছে। এছাড়াও ফ্যাটাল অ্যাট্রাকশন, দ্য আমেরিকান প্রেসিডেন্ট, বেসিক ইনস্টিংক্ট, ট্রাফিক, রোম্যান্সিং দ্য স্টোন-এর মতো অসংখ্য ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটে গেছে। তিনি শুধু অসামান্য অভিনেতাই নন, এক দক্ষ প্রযোজকও বটে। ওয়ান ফ্লিউ ওভার দ্য কাক্কুজ নেস্ট, দ্য চায়না সিনড্রোম-এর মতো ছবি তাঁর কুশলী প্রযোজনার সাক্ষ্য বহন করে। ডগলাস তাঁর মানবিক প্রয়াসের জন্যও পরিচিত। পারমাণবিক ও জৈব যুদ্ধের বিপদ থেকে মানবতাকে রক্ষা করতে তিনি নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ অর্গানাইজেশন নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত। ১৯৯৮ সালে রাষ্ট্রসঙ্ঘ তাঁকে শান্তির বার্তাবাহক হিসেবে নিযুক্ত করে।
২) এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২৭০টিরও বেশি ছবি দেখানো হবে। এজন্য গোয়ার চারটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে। এগুলি হল – আইনক্স পাঞ্জিম (৪), ম্যাকুইনেজ প্যালেস (১), আইনক্স পরভোরিম (৪) এবং জেড স্কোয়ার সম্রাট অশোক (২)।
৩) আন্তর্জাতিক বিভাগে এবার ১৯৮টি ছবি দেখানো হবে, গতবারের থেকে ১৮টি বেশি। এর মধ্যে ১৩টি বিশ্ব প্রিমিয়ার, ১৮টি আন্তর্জাতিক প্রিমিয়ার, ৬২টি এশিয়া প্রিমিয়ার এবং ৮৯টি ভারত প্রিমিয়ার রয়েছে। এই বছরে ছবি প্রদর্শনের জন্য ১০৫টি দেশ থেকে রেকর্ড সংখ্যক ২ হাজার ৯২৬টি আবেদন জমা পড়েছে, যা গত বছরের তুলনায় তিনগুণ বেশি।
৪) ‘ইন্ডিয়ান প্যানোরমা’ বিভাগে এবার ২৫টি কাহিনী চিত্র এবং ২০টি নন ফিচার ফিল্ম দেখানো হবে। কাহিনী চিত্র বিভাগের উদ্বোধনী ছবি হল – মালয়ালাম চলচ্চিত্র ‘আট্টম’। নন ফিচার বিভাগের উদ্বোধনী ছবি – মণিপুরের ‘অ্যান্ড্রো ড্রিমস’।
৫) শ্রেষ্ঠ ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কার : শ্রেষ্ঠ ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কার এই বছর থেকে চালু হল। এর লক্ষ্য ওটিটি প্ল্যাটফর্মের অসামান্য নির্মাতাদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়া। এবার এই বিভাগে ১৫টি ওটিটি প্ল্যাটফর্ম থেকে ১০টি ভাষায় ৩২টি আবেদন জমা পড়েছে। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ নির্মাতাকে শংসাপত্র ও নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সমাপ্তি অনুষ্ঠানে বিজেতার নাম ঘোষণা করা হবে।
৬) আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে এবছরে ৮টি কিউরেটেড সেকশন থাকছে। এবারের গুরুত্বপূর্ণ ছবিগুলি হল –
• উদ্বোধনী ছবি : ক্যাচিং ডাস্ট। পরিচালক স্টুয়ার্ট গাট। ব্রিটেন। (আন্তর্জাতিক প্রিমিয়ার) – এটি একটি থ্রিলার, অভিনয়ে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা এরিন মরিয়ারটি, জয় কার্টনি, ডিনা শিহাবি, রায়ান কর, জোহে আলটিট, গ্যারি ফ্যানিন এবং অলউইন ফুয়ের। স্টুয়ার্ট গাট একজন পুরস্কার বিজয়ী ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা। তাঁর ছবিতে প্রায়শই মিশ্র এশীয় ঐতিহ্য এবং আঞ্চলিক সামাজিক ভাবনা উঠে আসে।
• উৎসব-মধ্যবর্তী ছবি : অ্যাবাউট ড্রাই গ্র্যাসেস। পরিচালক নুরি বিলগে সিলান। ফ্রান্স। (ভারত প্রিমিয়ার) – এটি তুরস্কের একটি কাহিনী নিয়ে নির্মিত। এর পরিচালক বহু মর্যাদাসম্পন্ন পুরস্কারে ভূষিত। তাঁর ছবি উইন্টার স্লিপ (২০১৪) কান চলচ্চিত্র উৎসবে পাম ডিও’র সম্মান পেয়েছে। অস্কার পুরস্কারের জন্য তাঁর ৬টি ছবি তুরস্কের পক্ষ থেকে পাঠানো হয়। তার মধ্যে অ্যাবাউট ড্রাই গ্র্যাসেসও ছিল। এই ছবিটি এবছর কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নিয়েছে। এই ছবিতে অভিনয় করেই মার্ভ দিজদার শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার পেয়েছেন।
• সমাপনী ছবি : দ্য ফেদারওয়েট। পরিচালক রবার্ট কোলোডনি। আমেরিকা। (এশিয়া প্রিমিয়ার) – এটি চলতি বছরেই তৈরী। ‘সিনেমা ভ্যারাইট’ বা সত্যাশ্রয়ী সিনেমার শৈলীতে নির্মিত এই ছবিতে একজন তারকা ক্রীড়াবিদের জবানীতে তাঁর জীবনের খ্যাতির বিড়ম্বনা তুলে ধরা হয়েছে। রবার্ট কোলোডনি বহুমুখী প্রতিভাসম্পন্ন একজন মার্কিন পরিচালক, লেখক এবং সিনেমাটোগ্রাফার। এই ছবির প্রিমিয়ার হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৮০ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। রবার্ট বহু সিনেমায় ডিরেক্টর অফ ফটোগ্রাফির দায়িত্ব সামলেছেন। বেশ কিছু পুরস্কার বিজয়ী সিনেমা এবং তথ্যচিত্রের পরিচালক তিনি।
• আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ – এই বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার হিসেবে স্বর্ণ ময়ূর ও ৪০ লক্ষ টাকা দেওয়া হবে। প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৫টি চলচ্চিত্র (১২টি আন্তর্জাতিক + ৩টি ভারতীয়) বেছে নেওয়া হয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র ছাড়াও শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ পুরুষ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী এবং বিশেষ জুরি পুরস্কার দেওয়া হবে।
• নতুন পরিচালকের সেরা চলচ্চিত্র - ৫টি আন্তর্জাতিক + ২টি ভারতীয় চলচ্চিত্র এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। পুরস্কার হিসেবে রয়েছে রৌপ্য ময়ূর, নগদ ১০ লক্ষ টাকা এবং শংসাপত্র।
• আন্তর্জাতিক জুরি – বিখ্যাত ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্রকার শেখর কাপুর (চেয়ারপার্সন), প্রসিদ্ধ স্পেনীয় সিনেমাটোগ্রাফার জোসে লুইস আলকাইন, মার্শে দু কানসের প্রাক্তন প্রধান জেরোম পেইলার্ড, ফ্রান্সের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন ডুজার্ট এবং অস্ট্রেলিয়ার প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক হেলেন লিক।
• উৎসবের চালচিত্র – এবারের উৎসবে প্রসিদ্ধ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া বিভিন্ন ছবি প্রদর্শন করা হবে। এমন ১৯টি ছবি রয়েছে যেগুলি কান, ভেনিস, সাও পাওলো, রটারডাম, সান্তা বারবারা, স্টকহোম প্রভৃতি উৎসবে পুরস্কার পেয়েছে।
• বিশ্ব সিনেমা – এই বিভাগে এবার ১০৩টি ছবি দেখানো হবে। গতবার দেখানো হয়েছিল ৭৭টি ছবি।
• এবার ডকু-মন্তাজ শীর্ষক একটি নতুন বিভাগ চালু করা হয়েছে। এতে সারা বিশ্বের বিখ্যাত তথ্যচিত্রগুলি দেখানো হবে।
• অ্যানিমেশন বিভাগে স্থান পেয়েছে আন্তর্জাতিক এবং ভারতীয় অ্যানিমেশন ছবি। এর মধ্যে রয়েছে অস্কারে পাঠানো পোল্যান্ডের অ্যানিমেশন ফিল্ম দ্য পেজেন্টস (পরিচালক ডি কে ওয়েল্চম্যান, হাগ ওয়েল্চম্যান)।
• ধ্রুপদী ছবি সংরক্ষণ বিভাগে এবার ৭টি ভারতীয় ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের আওতায় এগুলির পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ করেছে এনএফডিসি ও এনএফএআই। যে ছবিগুলি পুনরুদ্ধার করা হয়েছে সেগুলি হল –
বিদ্যাপতি (১৯৩৭) বাংলা, পরিচালক দেবকী বসু
শ্যামাচি আই (১৯৫৩) মারাঠি, পরিচালক পি কে আত্রে
পাতাল ভৈরবী (১৯৫১) তেলুগু, পরিচালক কে ভি রেড্ডি
গাইড (১৯৬৫) হিন্দি, পরিচালক বিজয় আনন্দ
হকিকত (১৯৬৪) হিন্দি, পরিচালক চেতন আনন্দ
কোরাস (১৯৭৪) বাংলা, পরিচালক মৃণাল সেন
বিশ সাল বাদ (১৯৬২) হিন্দি, পরিচালক বীরেন নাগ
এছাড়া সংস্কার করা তিনটি আন্তর্জাতিক সিনেমা দেখানো হবে। এর মধ্যে রয়েছে দ্য এক্সরসিস্ট এবং শ্যাডোজ অফ ফরগটন অ্যানসেস্টরস।
• ইউনেসকো চলচ্চিত্র – যেসব ছবি রাষ্ট্রসঙ্ঘের আদর্শ ও নীতির প্রতিফলন ঘটিয়েছে সেগুলি এই বিভাগে স্থান পেয়েছে। এখানে রয়েছে ৭টি আন্তর্জাতিক এবং ৩টি ভারতীয় ছবি।
• নাগালের মধ্যে ছবি – বিশেষভাবে সক্ষম প্রতিনিধিরা যাতে সমস্ত ছবি দেখতে এবং যাবতীয় সুযোগ সুবিধা পেতে পারেন সেজন্য এবারে উৎসবে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে এবারের উৎসব এক মাইল ফলক হয়ে উঠবে।
৭) আলোচনাচক্র – এবারের উৎসবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, সিনেমাটোগ্রাফার ও অভিনেতাদের নিয়ে ২০টিরও বেশি ‘মাস্টার ক্লাসেস’ এবং ‘ইন কনভারসেশন’ শীর্ষক আলোচনাচক্রের আয়োজন করা হবে। এতে যোগ দেবেন মাইকেল ডগলাস, ব্রেন্ডন গ্যালভিন, ব্রিলান্টে মেন্ডোজা, রানি মুখার্জী, বিদ্যা বালন, পঙ্কজ ত্রিপাঠী, নাওয়াজউদ্দীন সিদ্দিকি, কে কে মেনন, করন জোহার, মধুর ভান্ডারকর, মনোজ বাজপেয়ী প্রমুখ।
৮) সাড়ম্বর প্রিমিয়ার – গত বছর থেকে এই প্রথা শুরু হয়েছে। যেসব চলচ্চিত্রের প্রিমিয়ার এখানে হবে, তার অভিনেতারা রেড কার্পেটে হাঁটবেন।
৯) ভার্চুয়াল মাস্টার ক্লাস ও আলোচনাচক্র – বুক মাই শো অ্যাপের মাধ্যমে এবারের উৎসবের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান এবং মাস্টার ক্লাস ও আলোচনাচক্রগুলিতে যোগ দেওয়া যাবে। যোগদানের ফি ন্যূনতম রাখা হবে।
১০) ফিল্ম বাজার – ফিল্ম বাজারের আয়োজন করে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম – এনএফডিসি। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফিল্ম বাজার। এখানে আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও বিক্রয় প্রতিনিধিরা সৃজনশীল ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে মিলিত হবেন।
PG/SD/SKD
(Release ID: 1975678)
Visitor Counter : 302
Read this release in:
Assamese
,
Marathi
,
Kannada
,
English
,
Hindi
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Malayalam
,
Khasi
,
Urdu
,
Bengali-TR
,
Odia
,
Telugu