তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর ২০২৩ উদযাপিত হতে যাচ্ছে ৫৪তম ‘ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ উৎসবে মিঃ মাইকেল ডগলাসকে ‘সত্যজিত রায় আজীবন সম্মাননা পুরস্কার’ প্রদান করা হবে

** উৎসবের আন্তর্জাতিক বিভাগে ১৯৮টি ছবি প্রদর্শিত হবে, যার ১৩টি ওয়ার্ল্ড প্রিমিয়ার
** উদ্বোধনী ছবি ‘ক্যাচিং ডাস্ট’, মাঝামাঝি সময় দেখানো হবে ‘এবাউট ড্রাই গ্রাসেস’, আর সমাপ্তি ছবি ‘দ্য ফেদারওয়েট’

Posted On: 06 NOV 2023 3:02PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৬ নভেম্বর ২০২৩।। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আগামী ২০ থেকে ২৮ নভেম্বর ২০২৩- গোয়ায় অনুষ্ঠিত হবে ৫৪তম ‘ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (আই.এফ.এফ.আই)। এপ্রসঙ্গে  শ্রী অনুরাগ ঠাকুর বলেন, বিশ্বজুড়ে মিডিয়া ও বিনোদন শিল্পে ভারত এখন পঞ্চম স্থানে আছে। আর প্রতি বছরই এই বাজারের বৃদ্ধি হয়ে চলেছে। ভারতে তৈরি হওয়া সিনেমা দেশের প্রতিটি প্রান্তেই পৌঁছায়, আর এখন সেটা বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে।

তিনি জানান, এ বছর সত্যজিত রায় আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হবে মিঃ মাইকেল ডগলাসকে, যিনি বিশ্ব সিনেমার একজন উদীয়মান নক্ষত্র, সিনেমা জগতে নানা অবদানের জন্য যিনি স্বনামখ্যাত। আইএফএফআই’র আন্তর্জাতিক বিভাগে এবার তিনগুণ বেশি ছবি এসেছে, যা আইএফএফআই’র প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের আগ্রহকেই প্রতিবিম্বিত করে।

নতুন করে শুরু হওয়া ওটিটি পুরস্কার নিয়ে কেন্দ্রীয়  তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, কোভিড-১৯’র পর থেকে ভারতে ওটিটি শিল্পের ব্যাপক বিস্তার ঘটেছে। এর মাধ্যমে প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। ওটিটি ক্ষেত্রে বার্ষিক ২৮ শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রকের পক্ষ থেকে ওটিটি প্ল্যাটফর্মে অসাধারণ বিষয়বস্তু নির্মাতাদের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুসারে ১৫ টি ওটিটি প্ল্যাটফর্ম থেকে ১০টি ভাষায় ৩২টি এন্ট্রি এসেছে। এক্ষেত্রে বিজয়ী ওটিটি কন্টেন্ট ১০ লক্ষ টাকা পুরস্কার পাবে।

তিনি বলেন, চলচ্চিত্র ক্ষেত্রে স্টার্ট-আপ বাস্তুতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতেও সরকার ‘ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমোরো’ উদ্যোগ গ্রহণ করেছে। এবারকার উৎসবে সমস্ত প্রদর্শন কেন্দ্রগুলিতে দিব্যাঙ্গদের জন্য বিশেষ সুযোগ সুবিধার বন্দোবস্ত করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, কিছু জায়গায় অডিও বর্ণনারও ব্যবস্থা করা হয়েছে এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য করা হয়েছে সাংকেতিক ভাষার পদ্ধতি। তাছাড়া সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রের অনুসরণে থাকবে বিভিন্ন ভাষায় ডাবিং।

অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান বলেছেন, আইএফএফআই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র ও সাংস্কৃতিক প্রদর্শনীর একটি। এবার আন্তর্জাতিক জুরির চেয়ারপার্সন হচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্রী শেখর কাপুর।   

SKC/AKD



(Release ID: 1975188) Visitor Counter : 79


Read this release in: English