আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশজুড়ে “নারীর জন্য জল, জলের জন্য নারী” অভিযানের প্রথম দিনেই বিপুল সাড়া মিলেছে

দেশের বিভিন্ন প্রান্তে ৪,১০০রও বেশি মহিলা এতে সামিল হলেন

Posted On: 08 NOV 2023 10:14AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ নভেম্বর, ২০২৩

 


“নারীর জন্য জল, জলের জন্য নারী” অভিযানের সূচনা হল ৭ই নভেম্বর। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক এবং জাতীয় নগর জীবিকা মিশন ও ওড়িশা আরবান অ্যাকাডেমির যৌথ উদ্যোগে অম্রুত কর্মসূচির আওতায় শুরু হওয়া এই অভিযান চলবে ৯ই নভেম্বর ২০২৩ পর্যন্ত। 

“নারীর জন্য জল, জলের জন্য নারী” অভিযানের লক্ষ্য হল জল ব্যবস্থাপনায় মহিলাদের অন্তর্ভুক্তির একটি মঞ্চ তৈরি করা। বিভিন্ন শহরে জল পরিশোধন কেন্দ্রগুলিতে নিয়ে গিয়ে তাঁদের এ বিষয়ে হাতে-কলমে অবহিত করা হচ্ছে। 

প্রথম দিনেই এই অভিযানে বিপুল সাড়া মিলেছে। এইভাবে হচ্ছে ‘জল দীপাবলী’-র উদযাপন। নির্বাচনী প্রক্রিয়াভুক্ত রাজ্যগুলি ছাড়া অন্যত্র ২৫০টিরও বেশি জল পরিশোধন কেন্দ্র পরিদর্শন করে বাড়িতে বাড়িতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি প্রত্যক্ষ করেন মহিলারা। তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নানান ধরনের উপহার সামগ্রী তুলে দেওয়া হয় তাঁদের হাতে। 

অম্রুত প্রকল্প সম্পর্কে মহিলাদের আরও বেশি অবহিত করে বাড়িতে জল সম্পদের সুষম ব্যবহারের বিষয়ে সচেতনতার প্রসার এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। 

অভিযানের দ্বিতীয় এবং তৃতীয় দিনে ৪০০টিরও বেশি জল পরিশোধন কেন্দ্রে ১০ হাজারের বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এইভাবে ‘জল দীপাবলী’ উদযাপনে সামিল হবেন বলে আশা করা হচ্ছে। 


PG/AC/NS…


(Release ID: 1975593) Visitor Counter : 86