প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গাজার আল আহলি হাসপাতালে বহু মানুষের প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 18 OCT 2023 1:48PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ১৮ অক্টোবর, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গাজার আল আহলি হাসপাতালে বহু মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। 
শ্রী মোদী হতাহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “গাজার আল আহলি হাসপাতালে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
চলতি সংঘর্ষে সাধারণ মানুষের প্রাণহানি অত্যন্ত উদ্বেগের। এজন্য যাঁরা দায়ী, তাঁদের দোষী সাব্যস্ত করতে হবে”। 

PG/AC/SB


(रिलीज़ आईडी: 1973791) आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam