প্রতিরক্ষামন্ত্রক
লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্ণৌ-এ ‘ঐক্যের জন্য দৌড়’ অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী
Posted On:
31 OCT 2023 12:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৩
প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আজ লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্ণৌ-এ হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল) আয়োজিত ‘ঐক্যের জন্য দৌড়’ অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন। হজরতগঞ্জে সর্দার প্যাটেলের প্রতিকৃতি থেকে দেড় কিলোমিটার দীর্ঘ দৌড়ের সূচনা হয়। এটি কে ডি সিং বাবু স্টেডিয়ামে শেষ হয়েছে। এই দৌড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর সদস্যরা, ক্রীড়াবিদ, হ্যাল-এর কর্মীবৃন্দ সহ উৎসাহী ব্যক্তিরা অংশ নেন।
শ্রী সিং সর্দার প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান। তিনি বলেন, এই দিনটিতে যাঁরা দেশের স্বাধীনতা এবং দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের স্মরণ করা হয়। “‘রাষ্ট্রীয় একতা দিবস’-এ দেশের ঐক্য রক্ষার জন্য আমরা শপথ গ্রহণ করি, এদিন ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ গড়ে তুলতে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।”
স্বাধীনতা-উত্তরকালে দেশ গড়ার কাজে সর্দার প্যাটেলের ভূমিকার কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাঁর কূটনৈতিক দক্ষতার কারণে রাজন্যশাসিত রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস-এর ধারণাকে শক্তিশালী করে তোলেন। অথচ, এই মানুষটিকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। ২০১৪ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁর জন্মদিনটিকে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘মেরা যুব ভারত অভিযান’ উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশ গড়ার কাজে এর ফলে যুব সম্প্রদায়ের কিছু করার সুযোগ পাবেন। তিনি জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় সকলকে এই কর্মসূচীতে অংশগ্রহণের আবেদন জানান। গুজরাটের কেভাডিয়ায় বিশ্বের উচ্চতম প্রতিকৃতি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ নির্মাণে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে শ্রী সিং বলেন, এর মধ্য দিয়ে ভারতের একতা প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্য ও শ্রী ব্রজেশ পাঠক, কেন্দ্রীয় মন্ত্রিসভা ও উত্তরপ্রদেশ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, হ্যাল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সি বি অনন্তকৃষ্ণান সহ সংস্থার আধিকারিক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশজুড়ে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উদযাপনের অঙ্গ হিসেবে ১৬০টির বেশি স্থানে একতার শপথ পাঠ করা হয়। তিন বাহিনীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বিভিন্ন সংস্থা ‘ঐক্যের জন্য দৌড়’-এর আয়োজন করে।
PG/CB/DM/
(Release ID: 1973354)
Visitor Counter : 103