প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১৩ অক্টোবর জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সংসদের অধ্যক্ষদের নবম শীর্ষ সম্মেলন (পি-২০)-এর উদ্বোধন করবেন
Posted On:
12 OCT 2023 11:23AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির যশোভূমিতে ১৩ অক্টোবর সকাল ১১টায় জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সংসদের অধ্যক্ষদের নবম শীর্ষ সম্মেলন (পি-২০)-এর উদ্বোধন করবেন। জি-২০ গোষ্ঠীর বর্তমান সভাপতি ভারত। ভারতের সংসদ এই সম্মেলনের আয়োজন করেছে।
ভারতের সভাপতিত্বে জি-২০ গোষ্ঠীর মূল ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে নবম পি-২০ শীর্ষ সম্মেলনের বিষয় – ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যতের জন্য সংসদ’। এই সম্মেলনে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি ছাড়াও আমন্ত্রিত রাষ্ট্রগুলির সংসদের অধ্যক্ষরা অংশগ্রহণ করবেন। পি-২০ সম্মেলনে এবারই প্রথম প্যান-আফ্রিকান সংসদের প্রতিনিধিরা যোগ দেবেন। নতুন দিল্লিতে সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে জি-২০ শীর্ষ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে এই গোষ্ঠীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এবারের পি-২০ শীর্ষ সম্মেলনে চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন অধিবেশনে আলোচনা হবে। এগুলি হল – সরকারি স্তরে ডিজিটাল মঞ্চের মাধ্যমে জনগণের জীবনে পরিবর্তন নিয়ে আসা, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজে গতি আনা এবং বিদ্যুৎ উৎপাদনে সুস্থায়ীভাবে পরিবর্তন নিয়ে আসা।
প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে একটি পরিবেশ-বান্ধব ও সুস্থায়ী ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্যে ১২ অক্টোবর ‘পরিবেশের জন্য জীবনশৈলী’ বা লাইফ নিয়ে মূল সম্মেলনের আগে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
PG/CB/DM
(Release ID: 1969404)
Visitor Counter : 232
Read this release in:
Assamese
,
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam