প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ১২ অক্টোবর উত্তরাখণ্ড সফরে যাবেন
গুঞ্জি গ্রামে স্থানায় মানুষের পাশাপাশি সেনাবাহিনী, আইটিবিপি এবং সীমান্ত সড়ক সংস্থার কর্মীদের সঙ্গে আলাপচারিতায় সামিল হবেন তিনি
পিথোরাগড়ে প্রায় ৪২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
Posted On:
10 OCT 2023 7:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী ১২ অক্টোবর উত্তরাখণ্ড সফরে যাবেন। সকাল সাড়ে আটটা নাগাদ পিথোরাগড় জেলার জল্লিংকং-এ পৌঁছে পার্বতী কুণ্ডে তিনি পুজো দেবেন। সকাল সাড়ে ন-টা নাগাদ তিনি পৌঁছবেন গুঞ্জি গ্রামে। সেখানে তিনি স্থানায় মানুষের পাশাপাশি সেনাবাহিনী, আইটিবিপি এবং সীমান্ত সড়ক সংস্থার কর্মীদের সঙ্গে আলাপচারিতায় সামিল হবেন।
দুপুর ১২টা নাগাদ আলমোড়া জেলার যাগেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। প্রায় ৬ হাজার ২০০ ফুট উচ্চতায় থাকা যাগেশ্বর ধামে তিনি পুজো দেবেন। এখানে রয়েছে পাথরে তৈরি ২২৪টি মন্দির।
দুপুর ২টো ৩০ নাগাদ প্রধানমন্ত্রী পিথোরাগড়ে পৌঁছে গ্রামোন্নয়ন, সড়ক, বিদ্যুৎ, সেচ, পানীয় জল, ফুল ও শাকসব্জি চাষ, শিক্ষা, স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৪২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
যে প্রকল্পগুলির উদ্বোধন হবে তার মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তৈরি হওয়া ৭৬টি সড়ক এবং ২৫টি সেতু, ৯টি জেলায় বিডিও কার্যালয়, কেন্দ্রীয় অর্থে তৈরি তিনটি সড়ক। উদ্বোধন হবে তিনটি পানীয় জল প্রকল্পের। এর পাশাপাশি পিথোরাগড়-লোহাঘাট বিদ্যুৎ সংবহন লাইন, বিশ্বব্যাঙ্কের সহায়তা পুষ্ট উত্তরাখণ্ড বিপর্যয় মোকাবিলা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকল্পেরও তিনি উদ্বোধন করবেন।
যেসব প্রকল্পগুলির শিলান্যাস হবে তার মধ্যে রয়েছে, ২১ হাজার ৩৯৮টি পলি-হাউজ তৈরির কর্মসূচি – যা ফুল ও শাকসব্জি চাষে বিশেষ উপযোগী। এছাড়াও জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্মসূচির আওতায় ৫টি প্রকল্পের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য, শিক্ষা কিংবা ক্রীড়া সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে রয়েছে চম্পাওয়াতে ৫০ শয্যার একটি হাসপাতাল, হালদোয়ানি স্টেডিয়ামে হকির অ্যাস্ট্রোটার্ফ এবং বিভিন্ন মন্দিরের উন্নয়ন প্রকল্প।
PG/AC/SKD
(Release ID: 1966861)
Visitor Counter : 97
Read this release in:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam