প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত সংস্কৃত ভাষার পণ্ডিত ও ব্রহ্মর্ষি সংস্কৃত মহাবিদ্যালয় নাদিয়াদ-এর প্রতিষ্ঠাতা দাহিয়াভাই শাস্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 10 OCT 2023 6:43PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১০ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত সংস্কৃত ভাষার পণ্ডিত ও ব্রহ্মর্ষি সংস্কৃত মহাবিদ্যালয় নাদিয়াদ-এর প্রতিষ্ঠাতা  দাহিয়াভাই শাস্ত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে তাঁর বার্তায় বলেন;

“ব্রহ্মর্ষি সংস্কৃত মহাবিদ্যালয় নাদিয়াদ-এর প্রতিষ্ঠাতা দাহিয়াভাই শাস্ত্রীর প্রয়াণ সংবাদ অত্যন্ত দুঃখজনক। তিনি আজীবন সংস্কৃত ভাষার প্রসার ও শিক্ষার জন্য কাজ করেছেন।

ঈশ্বর তাঁর আত্মার শান্তি প্রদান করুন। শোকাহত অনুগামীদের জন্য রইল সমবেদনা।

ওঁ শান্তি...।”


    


PG/PM/NS


(रिलीज़ आईडी: 1966710) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam