প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমস্ – এ স্বর্ণ পদক জয়ের জন্য পুরুষ হকি দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 06 OCT 2023 10:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২৩ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস্ – এ স্বর্ণ পদক জয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। 
দলের সদস্যদের অবিচল নিষ্ঠা, আবেগ ও সমন্বয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন:

 “এশিয়ান গেমস্ – এ আমাদের পুরুষ হকি দলের স্বর্ণ পদক জয় অত্যন্ত আনন্দদায়ক! এই অনন্যসাধারণ সাফল্যের জন্য তিনি গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন। এই দলের সদস্যদের অবিচল নিষ্ঠা, আবেগ ও সমন্বয় শুধুমাত্র জয়-ই এনে দেয়নি, অসংখ্য ভারতীয়র হৃদয়ও জয় করে নিয়েছে। এই জয় তাঁদের চেতনার সাক্ষ্য বহন করছে। আগামী দিনে তাঁদের আরও সাফল্য কামনা করি।"

PG/MP/SB


(रिलीज़ आईडी: 1966280) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam