প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইজরায়েলে জঙ্গি হানার ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী

ইজরায়েলের এই কঠিন পরিস্থিতিকালে ভারত যে তার পাশেই রয়েছে, একথা দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করলেন তিনি

Posted On: 07 OCT 2023 5:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৩

 

ইজরায়েলে জঙ্গি হানার ঘটনায় গভীরভাবে ব্যথাহত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ইজরায়েলের এই কঠিন পরিস্থিতিকালে ভারত যে ঐ দেশের পাশেই রয়েছে, একথা দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেছেন তিনি। যে সমস্ত নিরীহ পরিবার সন্ত্রাসের তাণ্ডবে বলি হয়েছে, তাদের জন্য প্রার্থনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।  

সমাজমাধ্যমে তুলে ধরা এক বার্তায় শ্রী মোদী বলেছেন :

“ইজরায়েলে জঙ্গি হানার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। যে সমস্ত নিরীহ ও নির্দোষ পরিবার এই ঘটনার শিকার হয়েছে, তাদের উদ্দেশে আমি প্রার্থনা জানাই। ইজরায়েলের এই কঠিন পরিস্থিতিকালে আমরা তাদের সঙ্গেই রয়েছি।”


PG/SKD/DM


(Release ID: 1965610) Visitor Counter : 103