স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

সিকিমের দুর্যোগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়েছে

রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সিকিমকে তার বরাদ্দ মঞ্জুর কেন্দ্রের
রাজ্যের ক্ষয়ক্ষতি নিরুপণে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠিত

Posted On: 06 OCT 2023 10:11AM by PIB Kolkata

 নয়াদিল্লি ৬ অক্টোবর


সিকিমের দুর্যোগে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়েছে। সিকিম সরকারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে সিকিমকে কেন্দ্রীয় বরাদ্দ মঞ্জুর করেছে। দুর্গত মানুষদের ত্রাণ সাহায্যার্থে ২০২৩-২৪ সালের জন্য এই তহবিল থেকে অগ্রিম ৪৪ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এছাড়াও, বরফ গলা জল/মেঘভাঙা বৃষ্টি/হড়পা বাণে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন করা হয়েছে। তারা খুব শীঘ্রই রাজ্যের দুর্গত এলাকা পরিদর্শন করবেন। আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দলের সমীক্ষার ভিত্তিতে প্রচলিত নিয়ম মাফিক সিকিমকে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বরাদ্দ মঞ্জুর করা হবে। 
চৌঠা অক্টোবর ভোররাতে বরফ গলা জল/মেঘভাঙা বৃষ্টি/হড়পা বাণে তিস্তা নদীর জলস্তর আচমকা বেড়ে যাওয়ায় তা বেশ কয়েকটি সেতু, ১০ নম্বর জাতীয় মহাসড়কের কয়েকটি জায়গা এবং চুংথাং বাঁধকে ভাসিয়ে নিয়ে যায়। এরফলে বেশকিছু ছোট শহর জলমগ্ন হয়ে পড়ে এবং সিকিমের নদী উপত্যকার উপরিভাগের কয়েকটি পরিকাঠামো প্রকল্প দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। 
কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ স্তরে সিকিমের পরিস্থিতির ওপর সারাক্ষণ নজর রাখছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার যাবতীয় সহায়ক সাহায্য প্রদান করছে। যথেষ্ট সংখ্যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সদস্য সেখানে নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার এবং সেনা কর্মীরা ত্রাণ ও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। এছাড়াও, বিদ্যুৎ মন্ত্রক, টেলি যোগাযোগ, সড়ক, মহাসড়ক এবং পরিবহন মন্ত্রকের কারিগরি দল বন্যা দুর্গতদের উদ্ধার এবং পুনর্বাসনে সাহায্যের পাশাপাশি ভেঙে পড়া পরিকাঠামো এবং রাজ্যের যোগাযোগ ব্যবস্থা পুনর্বহাল করার কাজে সবরকম সাহায্য করছে । 


PG/AB/CS


(Release ID: 1965019) Visitor Counter : 188