স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

রটনা বনাম প্রকৃত তথ্য

Posted On: 26 SEP 2023 12:37PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৬ সেপ্টেম্বর, ২০২৩

 

কিছু কিছু সংবাদমাধ্যমে ভারতে যক্ষ্মা-প্রতিরোধী ওষুধের ঘাটতির অভিযোগ তোলা হয়েছে। সেই সঙ্গে জাতীয় যক্ষ্মা দূরীকরণ কর্মসূচির অধীনে এধরনের ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই ধরনের খবর পুরোপুরি অসত্য। যক্ষ্মা-প্রতিরোধী ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। 

যক্ষ্মা-প্রতিরোধী ওষুধের সংগ্রহ, মজুত এবং সেগুলি যথা সময়ে বন্টন করা হয়েছে। রাজ্যগুলিকে স্থানীয় ভাবে ওষুধ সংগ্রহ করতে বলা হয়েছে, এমন ঘটনা প্রায় বিরল। কোনো ক্ষেত্রে রোগীদের ব্যক্তিগত ভাবে সমস্যা হয়নি। 

মোক্সিফ্লোক্সাসিন ৪০০ এমজি এবং পাইরিডোক্সিন ১৫ মাসের বেশি সময়ের জন্য মজুত রয়েছে। অতিরিক্ত ৮ লক্ষ ডেলামানিড ৫০ এমজি ট্যাবলেটের জন্য ২৩.০৯.২০২৩ তারিখে অর্ডার ইস্যু করা হয়েছে। 

যক্ষ্মা-প্রতিরোধী ওষুধের প্রাপ্তি সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। কত পরিমাণ ওষুধ মজুত রয়েছে, তা নিয়মিত যাচাই করা হচ্ছে। 

এব্যাপারে সংবাদমাধ্যমে যেসব খবর প্রচারিত হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। 


PG/MP/AS


(Release ID: 1960969) Visitor Counter : 99