প্রধানমন্ত্রীরদপ্তর
আজ রাজধানীতে আন্তর্জাতিক সম্মেলন তথা প্রদর্শনী কেন্দ্র ‘যশোভূমি’র প্রথম পর্যায়টি জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
Posted On:
17 SEP 2023 3:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
নয়াদিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপোর্ট সেন্টার ‘যশোভূমি’ আজ জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ‘যশোভূমি’তে রয়েছে একটি সুন্দর ও সাজানো-গোছানো কনভেনশন সেন্টার বা সম্মেলন কেন্দ্র, অনেকগুলি প্রদর্শনী কক্ষ এবং অন্যান্য সুযোগ-সুবিধা। এদিন বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে ভারতের ঐতিহ্যকে অনুসরণ করে যে সমস্ত শিল্পী ও কারিগর তাঁদের উদ্ভাবন প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের জন্য ‘বিশ্বকর্মা কর্মসূচি’ নামে একটি বিশেষ কর্মসূচিরও তিনি সূচনা করেন। একইসঙ্গে, ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কর্মসূচি’র লোগো, ট্যাগলাইন এবং পোর্টালটিরও সূচনা করেন তিনি। এই উপলক্ষে একটি ‘স্ট্যাম্পশিট’, একটি ‘টুলকিট’, ‘ই-বুকলেট’ এবং ভিডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ১৮ জন শিল্পী ও কারিগরকে তিনি ‘বিশ্বকর্মা শংসাপত্র’ দিয়েও সম্মানিত করেন।
আজ অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী ‘গুরু-শিষ্য পরম্পরা’ এবং ‘নতুন প্রযুক্তি’ নামের প্রদর্শনী দুটি ঘুরে দেখেন। ‘যশোভূমি’র থ্রিডি মডেলটিও পরিদর্শন করেন তিনি। এর আগে এদিন সকালে দ্বারকা সেক্টর-২১ থেকে ‘যশোভূমি দ্বারকা সেক্টর-২৫’ পর্যন্ত দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত মেট্রো লাইনটিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আজ এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, শিল্পী ও কারিগর, অর্থাৎ, যাঁরা ‘বিশ্বকর্মা’ নামে স্বীকৃত ও সম্মানিত, তাঁরা সমাজে সর্বদাই একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছেন। প্রযুক্তি ক্ষেত্রে আমরা যতই এগিয়ে যাই না কেন, এইসব শিল্পী ও কারিগরদের অবদান আজও অনস্বীকার্য। শ্রী মোদী বলেন, তাঁদের স্বীকৃতি দেওয়া এবং সমস্তরকমভাবে সাহায্য ও সহযোগিতা করার সময় এখন উপস্থিত।
প্রধানমন্ত্রী মন্তব্য করেন, এই সমস্ত বিশ্বকর্মা তথা শিল্পী ও কারিগরদের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের সমৃদ্ধির লক্ষ্যে সরকার সহযোগিতার মানসিকতা নিয়ে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, স্বর্ণশিল্পী, লৌহশিল্পী, ভাস্কর, মৃৎশিল্পী, চর্মশিল্পী, বয়নশিল্পী, রাজমিস্ত্রি, কেশশিল্পী, রজক ইত্যাদি শিল্পী ও কারিগরকেও ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কর্মসূচি’র আওতায় নিয়ে আসার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচি রূপায়ণে সরকারের ব্যয় হবে প্রায় ১৩ হাজার কোটি টাকা।
আজ শিল্পী ও কারিগরদের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী তাঁর বিদেশ সফরের কিছু স্মরণীয় মুহূর্ত তাঁদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, বিদেশের বাজারে হাতে বোনা এবং হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর যথেষ্ট কদর রয়েছে। এমনকি, বিশ্বের বড় বড় শিল্প সংস্থাগুলি তাদের কাজগুলি করিয়ে নেয় ছোটখাটো শিল্পী ও কারিগরদের দিয়ে। এইভাবে আমরাও আউটসোর্সিং-এর মাধ্যমে বিভিন্ন কাজ বিশ্বকর্মা বন্ধুদের মধ্যে ভাগ করে দিতে আগ্রহী যাতে তাঁরা যোগান শৃঙ্খলের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠতে পারেন। এই লক্ষ্যেই আমরা কাজ করে চলেছি। আমাদের কর্মসূচি সেই অর্থে আমার বিশ্বকর্মা বন্ধুদের আধুনিক যুগের তোরণদ্বারে পৌঁছে দেওয়ার এক বিশেষ প্রচেষ্টামাত্র।
শ্রী মোদী বলেন, বর্তমান পরিবর্তনশীল সময়কালে প্রশিক্ষণ, প্রযুক্তি এবং ছোটখাটো যন্ত্রপাতি ও কৃৎকৌশল বিশ্বকর্মা বন্ধুদের জন্য খুবই উপকারী। দক্ষ শিল্পী ও কারিগরদের প্রশিক্ষণের ব্যবস্থা সম্পর্কেও আজ বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রশিক্ষণকালে শিল্পী ও কারিগরদের প্রতিদিন ৫০০ টাকা করে ভাতা হিসেবে দেওয়া হবে। এছাড়া, ১৫ হাজার টাকার আধুনিক সাজ-সরঞ্জামের একটি টুলকিটও তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাঁদের উৎপাদিত সামগ্রীর ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং বিপণনের দায়িত্ব গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। শিল্পী ও কারিগরদের জন্য টুলকিটগুলি ক্রয় ও সংগ্রহ করা হবে জিএসটি নথিভুক্ত বিপণন সংস্থাগুলি থেকে এবং তা অবশ্যই মেড ইন ইন্ডিয়া হওয়া দরকার।
বিশ্বকর্মা বন্ধুদের বিনা শর্তে আর্থিক সহায়তাদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যখন তাঁদের জন্য কোনরকম গ্যারান্টির প্রয়োজন হবে, তা দেওয়ার জন্য আমি প্রস্তুত। কোনরকম শর্ত ছাড়াই বিশ্বকর্মা বন্ধুদের ঋণ সহায়তা দেওয়া হবে ৩ লক্ষ টাকা করে এবং এই ঋণের সুদ নির্ধারিত হবে খুবই অল্প হারে।
কেন্দ্রীয় সরকার বঞ্চিত ও অবহেলিতদের উন্নয়নের বিষয়টি সর্বদাই অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে – এই মন্তব্য করে শ্রী মোদী বলেন, ‘একটি জেলা, একটিই উৎপাদন’ – এই কর্মসূচিটি প্রতিটি জেলার অভিনব উৎপাদন প্রচেষ্টাকে বিশেষভাবে উৎসাহ জানিয়েছে। ‘প্রধানমন্ত্রী স্বনিধি কর্মসূচি’র আওতায় রাস্তার বিক্রেতাদের কাছে ব্যাঙ্ক ঋণের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া, বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে দিব্যাঙ্গদের জন্যও। প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়ে বলেন যে যাঁদের দেখভালের কেউ নেই, তাঁদের জন্য মোদী রয়েছে। তিনি বলেন, শিল্পী ও কারিগরদের সেবা করে যাওয়ার জন্য এবং তাঁদের যথোপযুক্ত মর্যাদাদান নিশ্চিত করার লক্ষ্যে মোদী সরকার কাজ করে চলেছে। সমস্তরকম পরিষেবাই পৌঁছে দেওয়া হচ্ছে এবং হবে অবহেলিতদের কাছে।
প্রধানমন্ত্রী বলেন, জি-২০ ক্র্যাফট বাজারে ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনের নিদর্শন লক্ষ্য করেছে বিশ্ববাসী। এমনকি, শীর্ষ সম্মেলনে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে দেওয়া উপহারগুলিও তৈরি করেছেন আমাদের বিশ্বকর্মা বন্ধুরা। এইভাবেই স্থানীয় ও আঞ্চলিক উৎপাদনের জন্য সরব ও সচেষ্ট হওয়ার বিষয়টি সারা দেশের দায়িত্ব বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর মতে, স্থানীয় ও আঞ্চলিক উৎপাদনগুলির জন্য আমাদের প্রথমেই সরব ও সচেষ্ট হতে হবে তবেই আমরা স্থানীয় উৎপাদনগুলিকে বিশ্ববাজারে পৌঁছে দিতে পারব।
আসন্ন গণেশ চতুর্থী, ধনতেরাস, দীপাবলী এবং অন্যান্য উৎসবগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিকের উচিৎ স্থানীয় ও আঞ্চলিকভাবে উৎপাদিত সামগ্রী ক্রয় করা। বিশেষত, আমাদের বিশ্বকর্মা বন্ধুরা যে সমস্ত জিনিস নিজের হাতে শ্রমসাধ্য উপায়ে তৈরি করেন, সেগুলি আরও বিশেষভাবে সংগ্রহ করা উচিত।
শ্রী মোদী বলেন, ‘বিকশিত ভারত’ বর্তমানে আমাদের কর্মপ্রচেষ্টার প্রতিটি ক্ষেত্রেই এক নতুন পরিচিতি এনে দিয়েছে। জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠানকালে ‘ভারত মণ্ডপম’ যেভাবে বিশ্ববাসীর একটি আলোচনার বিষয় হয়ে উঠেছিল, ঠিক সেইভাবেই ‘যশোভূমি’ও যে আমাদের শিল্পী-কারিগরদের ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে পারবে, সে সম্পর্কে তাঁর স্থির প্রত্যয়ের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যশোভূমি’ থেকে এক সুস্পষ্ট ও সরব বার্তা পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি প্রান্তে। এখানে যে ধরনের অনুষ্ঠানই অনুষ্ঠিত হোক না কেন, তা দেশকে খ্যাতি ও সাফল্য এনে দিতে বাধ্য। তিনি বলেন, ভবিষ্যতের ভারতকে তুলে ধরার ক্ষেত্রে ‘যশোভূমি’ হয়ে উঠবে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
প্রধানমন্ত্রী বলেন, ভারতের অর্থনৈতিক শক্তি এবং বাণিজ্যিক প্রসারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে এই ‘যশোভূমি’ কেন্দ্রটি। একইসঙ্গে, ‘প্রধানমন্ত্রী গতি শক্তি কর্মসূচি’র আওতায় দেশের সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা যেভাবে উন্নত হয়ে উঠেছে তারও কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। ‘যশোভূমি’তে পৌঁছনোর জন্য একটি মেট্রো রেলের সংযোগ ব্যবস্থাও গড়ে তোলা হল। এই উপলক্ষে আজ উদ্বোধন হল মেট্রো টার্মিনালটিরও। ‘যশোভূমি’কে ঘিরে যে কর্মব্যস্ততা গড়ে উঠবে তার ফলে লাভবান হবে পর্যটন, সংযোগ ও যোগাযোগ এবং আতিথেয়তা শিল্পও।
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উন্নয়ন ও কর্মসংস্থানের কয়েকটি নতুন ক্ষেত্রও যে তৈরি হতে চলেছে, একথা আজ বিশেষ জোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে আমরা যেভাবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রটি গড়ে তুলতে পেরেছি তা ছিল এক সময় কল্পনার অতীত। এমনকি, আজ থেকে মাত্র ৫০-৬০ বছর আগেও এই ধরনের উন্নয়ন ও অগ্রগতির কথা আমরা চিন্তা করতে পারতাম না। শুধু তাই নয়, দেশের সমাজমাধ্যমগুলির কাছে ৩৫ বছর আগেও আমাদের রূপান্তর প্রচেষ্টা ছিল যেন কল্পিত একটি গল্প কাহিনী। ভবিষ্যতের কনফারেন্স ট্যুরিজম-এর একটি রূপরেখা এদিন প্রধানমন্ত্রী তুলে ধরেন তাঁর বক্তব্যে। তিনি বলেন, এই ক্ষেত্রটির প্রসার ও অগ্রগতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে ভারতে এবং এই ক্ষেত্রটি থেকে ২৫ হাজার কোটি টাকারও বেশি আয়ের সম্ভাবনা রয়েছে। বিশ্বে প্রতি বছর ৩২ হাজারেরও বেশি সংখ্যক প্রদর্শনী ও এক্সপো আয়োজিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কনফারেন্স ট্যুরিজমে অংশগ্রহণ করে মানুষ অনেক বেশি অর্থ ব্যয় করে থাকেন সাধারণ পর্যটকদের তুলনায়। কিন্তু, বর্তমানে এই শিল্পক্ষেত্রটিতে ভারতের অংশগ্রহণ মাত্র ১ শতাংশের মতো। এর ফলে এ দেশের বড় বড় শিল্প সংস্থাগুলি বিদেশে পাড়ি দিতে বাধ্য হয় তাদের মেলা ও প্রদর্শনীর আয়োজন করার জন্য। কিন্তু, ভবিষ্যতে এ দেশেই কনফারেন্স ট্যুরিজম গড়ে তোলার জন্য ভারত এখন সর্বতোভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যে সমস্ত অঞ্চলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজনের প্রয়োজনীয় সহায়সম্পদ রয়েছে, সেখানেই কনফারেন্স ট্যুরিজম গড়ে ওঠা সম্ভব। ‘ভারত মণ্ডপম’ এবং ‘যশোভূমি’ হল দিল্লির কনফারেন্স ট্যুরিজমের দুটি বৃহত্তম কেন্দ্র। ভবিষ্যতে আমাদের এই প্রচেষ্টার হাত ধরে দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত হবে বলেই আমরা মনে করি। ‘যশোভূমি’ হয়ে উঠতে চলেছে এমন একটি কেন্দ্র যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সমবেত হবেন আন্তর্জাতিক সম্মেলন, বৈঠক ও প্রদর্শনীকে কেন্দ্র করে।
প্রধানমন্ত্রী এদিন প্রসঙ্গত প্রদর্শনী ও অনুষ্ঠানের উদ্যোগ-আয়োজনের সঙ্গে যুক্ত বিশ্বের বিভিন্ন সংস্থাকে দিল্লিতে আসার জন্য আহ্বান ও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, দেশের প্রতিটি প্রান্তের চলচ্চিত্র শিল্প ও টিভি সংস্থাগুলিকেও আমি এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দেশের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ – যেকোনও প্রান্তের মানুষই দিল্লিতে এসে আমাদের কর্মপ্রচেষ্টার সাফল্যকে প্রত্যক্ষ করতে পারবেন। আমি এই ধরনের সংস্থাগুলিকে আমন্ত্রণ জানাই যে আপনারা এখানে এসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করুন, চলচ্চিত্র উৎসবের আয়োজন করুন। এমনকি, বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকেও আমি ‘ভারত মণ্ডপম’ এবং ‘যশোভূমি’তে উপস্থিত থেকে আমাদের এই কর্মপ্রচেষ্টাকে প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানাই।
‘ভারত মণ্ডপম’ এবং ‘যশোভূমি’ যে ভারতের আতিথেয়তার একটি প্রতীক হয়ে উঠতে চলেছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর স্থির বিশ্বাসের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ভারত মণ্ডপম’ এবং ‘যশোভূমি’ চমৎকারিত্ব এবং উদার ব্যবস্থাপনার এক বিশেষ অভিনব প্রচেষ্টা। কারণ, এদুটির মধ্যে সমন্বয় ঘটেছে ভারতীয় সংস্কৃতি এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধার। অন্য কথায় বলতে গেলে, ভারতীয় স্থাপত্যের কাহিনীকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারে আমাদের এই দুটি নির্মাণ প্রচেষ্টা। ‘ভারত মণ্ডপম’ এবং ‘যশোভূমি’কে নতুন ভারতের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বলেও বর্ণনা করেন তিনি।
শ্রী মোদী বলেন, ভারতে এখন যে কর্মযজ্ঞের সূচনা হয়েছে তা অপ্রতিহত এবং অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে চলবে। এর সঙ্গে তাল মিলিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে দেশের নাগরিকদেরও। নতুন নতুন লক্ষ্য পূরণের পথে তাঁদের এখন পূর্ণোদ্যমে কাজ করে যাওয়া উচিত। এইভাবেই আগামী ২০৪৭ সালের মধ্যে ভারতকে আমরা একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে পারব।
পরিশেষে প্রধানমন্ত্রী বলেন যে দেশের সকল নাগরিকেরই উচিত এখন সমষ্টিগতভাবে কঠোর পরিশ্রম করে যাওয়া। আমাদের বিশ্বকর্মা বন্ধুরা হলেন ‘মেক ইন ইন্ডিয়া’র গর্ব এবং আজকের এই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রটি ভারতের এই গর্বকেই তুলে ধরবে বিশ্ববাসীর সামনে।
আজ এই উপলক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা বিকাশ এবং শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় ক্ষুদ্র, মাঝারি ও অণু শিল্প দপ্তরের মন্ত্রী শ্রী নারায়ণ রানে এবং কেন্দ্রীয় ক্ষুদ্র, মাঝারি ও অণু শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভানুপ্রতাপ সিং ভার্মা।
AC/SKD/DM/…
(Release ID: 1958355)
Visitor Counter : 147
Read this release in:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam