প্রধানমন্ত্রীরদপ্তর

'আয়ুষ্মান ভবঃ' কর্মসূচীর মূল উদ্দেশ্য হল পিএম-জেএওয়াই সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং একটি সর্বাঙ্গীন স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা : প্রধানমন্ত্রী

Posted On: 16 SEP 2023 3:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ সেপ্টেম্বর , ২০২৩

 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়ার একটি নিবন্ধের বিষয়বস্তুর সঙ্গে সহমত পোষণ করেছেন। ওই নিবন্ধে সর্বাঙ্গীন স্বাস্থ্য পরিষেবা, পিএম-জেএওয়াই সম্পর্কে সচেতন করে তোলা, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পরিচয়পত্র তৈরী করা এবং গ্রাম ও শহরের প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।   

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়ার একটি এক্স পোস্ট বার্তা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন:

" 'আয়ুষ্মান ভবঃ' কর্মসূচী একটি সর্বাঙ্গীন স্বাস্থ্য ব্যবস্থার ওপর কিভাবে গুরুত্ব দিচ্ছে, পিএম-জেএওয়াই সম্পর্কে সচেতনতা গড়ে তোলা , স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত পরিচয়পত্র তৈরী করা এবং গ্রামাঞ্চল ও শহরের প্রতিটি ওয়ার্ডে নানা ধরনের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়ার সে বিষয়গুলি বিস্তারিতভাবে তাঁর নিবন্ধে তুলে ধরেছেন।" 

 
AC/CB/AS/ 



(Release ID: 1958112) Visitor Counter : 61