প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের সাক্ষাৎ

দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের দৃষ্টিভঙ্গী ও অঙ্গীকারের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ফলাফল বাস্তবায়নে অগ্রগতির প্রশংসা করলেন দুই নেতা

আইসিইটি, প্রতিরক্ষা, মহাকাশ ও অন্যান্য ক্ষেত্রে ক্রমঅগ্রগতিরও প্রশংসা করেছেন তাঁরা

চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩এর ঐতিহাসিক সফল অবতরণের জন্য প্রেসিডেন্ট বাইডেন ভারতকে অভিনন্দন জানিয়েছেন

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন দুই নেতা

ভারতের জি২০ সভাপতিত্বের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থনের জন্য প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন

Posted On: 08 SEP 2023 11:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮   সেপ্টেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেনের সঙ্গে দেখা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি হিসেবে বাইডেনের এটিই প্রথম ভারত সফর। সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে জি২০ শিখর সম্মেলনে যোগ দিতে বাইডেন ভারতে এসেছেন। 

ভারত-মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেনের দৃষ্টিভঙ্গী ও অঙ্গীকারের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, কৌশলগত সাযুজ্য এবং শক্তিশালী নাগরিক সংযোগের ওপর ভিত্তি করে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। 

চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় বিভিন্ন ক্ষেত্রে বিস্তারিত ও ভবিষ্যৎমুখী যেসব উদ্যোগের কথা বলা হয়েছিল, তার বাস্তবায়নের গতিতে দুই নেতা সন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যে ভারত-মার্কিন গুরুত্বপূর্ণ ও উদীয়মান প্রযুক্তি প্রয়াসও (ইনিশিয়েটিভ ফর ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজি- আইসিইটি) রয়েছে। 

প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, উদ্ভাবন, সংস্কৃতি, নাগরিক সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সুস্থিত গতিতে দুই নেতা সন্তোষ প্রকাশ করেছেন। 

চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান-৩এর ঐতিহাসিক সফল অবতরণের জন্য প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী এবং ভারতের নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন। ভারত-মার্কিন মহাকাশ সংক্রান্ত সহযোগিতা গভীরতর করার ওপর জোর দিয়েছেন তিনি। 

দুই নেতা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জতিক বিষয়েও মতবিনিময় করেছেন। ভারত-মার্কিন অংশীদারিত্ব শুধু দু-দেশের নাগরিকদের জন্যই নয়, সারা বিশ্বের কল্যাণের জন্য আবশ্যক বলে মত প্রকাশ করেছেন তাঁরা। 

ভারতের জি২০ সভাপতিত্বের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থনের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।


AC/SD/NS


(Release ID: 1955774) Visitor Counter : 178